আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২ টি রাশির উপর। তেমনই গ্রহ, নক্ষত্রের সংযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের যুতিতে তৈরি হতে চলেছে গজকেশরী যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, এই গজকেশরী যোগের জেরে ১ এপ্রিল থেকে ভাগের চাকা ঘুরবে তিন রাশির৷ আপনি কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
বৃষ- গজকেশরী যোগে বৃষ রাশির মানুষেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ে নানান দিক থেকে লাভ করতে পারবেন। গুরুর আশীর্বাদে সর্বত্র সাফল্যের যোগ রয়েছে। সমাজে মান সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে৷
মিথুন- দেবগুরু ও চন্দ্রের যুতি মিথুন রাশির জন্য লাভজনক হবে। দীর্ঘ দিন ধরে যারা চাকরির খোঁজ করছেন, তাঁরা চাকরি পেতে পারেন। অফিসে প্রমোশনের সঙ্গে বেতন বাড়তে পারে।ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। সংসারে আর্থিক সংকট কাটবে৷
মীন- গজকেশরী যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। পুরনো বিনিয়োগে ভাল মুনাফা পাবেন। নিজের চেষ্টার জোরে জনপ্রিয়তা লাভ করবেন।পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
