শীতের দুপুর গুটিসুটি গল্পের বইয়ে। কিংবা রাতের আবছায়াতে হরর ফিল্ম?

শহরটা শীতের চাদর জড়ালেই বাঙালি এক্কেবারে দু’ভাগ। একদল হইহই করে বেরিয়ে পড়ে ঠান্ডার আমেজ মেখে ঘোরাঘুরিতে। সে সেজেগুজে কলকাতায় টইটইই বা পার্টি হোক কিংবা বাইরে বেড়াতে যাওয়া। আর অন্য দলটা এক্কেবারে লেপ-কম্বলে মোড়া আলসে ছুটির মেজাজে। 

তবে কি এই দ্বিতীয় দলটার সব মজা মিস? মোটেই না! আরামের বিছানায় গড়াতে গড়াতে, বারান্দায় মৌজ করে কফির কাপে চুমুক দিতে দিতে, ছাদের মেঝেয় রোদ মাখতে মাখতে অবসর-যাপনের আহ্লাদ কি কম নাকি? আর তাতেই আপনার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে হরেক রকম গ্যাজেট। একে তো আরও খানিকটা আলসেমির সুযোগ মিলে যাবে তাতে, আর যে কোনও কাজই যে আরও খানিকটা সহজ হবে, সে তো বলাই বাহুল্য! 

এক ঝলকে দেখে নিন এখনকার কোন কোন গ্যাজেট হয়ে উঠতে পারে আপনার শীত-যাপনের সাধের হট চয়েজ! 

ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট- কনকনে ঠান্ডার রাতে লেপ-কম্বল গরম হওয়ার অপেক্ষাটাই বড্ড কঠিন। সেটাই যদি সহজ হয়ে যায়? ঝটপট কিনে ফেলুন একটা ইলেক্ট্রিক ব্ল্যাঙ্কেট। সুইচ টিপলেই মুশকিল আসান। এবছর কিন্তু জমিয়ে শীত পড়বে বলছে!

মাগ ওয়ার্মার কিট- শীতের সকাল হোক বা সন্ধে, ধোঁয়াওঠা চা-কফি না হলে চলে? কাপ রেখে একটু উঠেছেন কি ব্যস! একটুতেই সে ঠান্ডা। এখানেই ভরসা হোক একটা মাগ ওয়ার্মার কিট। ছাদভরা রোদ মেখে আলসেমিতে মজে থাকুন। চা-কফিও থাকুক দিব্যি গরম! 

পোর্টেবল মনিটর- ডেস্কটপ কম্পিউটারটাকে তার জায়গা থেকে নড়ানো মুশকিল। ল্যাপটপটাও বড্ড ভারী। ওয়ার্ক ফ্রম হোমের দিনগুলোয় তার চেয়ে ভরসা রাখুন হাল্কা, পোর্টেবল মনিটরে। ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিলেই হল। তারপর বিছানা কিংবা সোফায় গড়িমসি আর কাজ দুটোই হবেখন। 


ই রিডার- পড়তে ভালবাসেন। খবরের কাগজ কিংবা গল্পের বইয়ে মুখ ডুবিয়ে কাটিয়ে দিতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। এমনই সব বইপোকাদের জন্য শীতের দুপুরের আদর্শ সঙ্গী হয়ে উঠতে পারে কিন্ডলের মতো ই-রিডারগুলো। কম্বল-মুড়ি দিয়ে জমে যাবে কিন্তু! 
 
মোবাইল প্রোজেক্টর- শীতের রাতে একটা জমাটি সিনেমা হলে মন্দ হয়না, তাই না? এদিকে তো লেপের তলায়। টিভির সামনে গিয়ে বসা দূরে থাক, হাতটা বার করে মোবাইল কিংবা ট্যাবটা ধরে রাখতেও যে ইচ্ছে করছে না! মুশকিল আসান হোক একটা মোবাইল প্রোজেক্টর। বিছানায় ঢাকাঢুকি দিয়ে শুয়ে সামনে বা মাথার উপরের খালি দেওয়ালটায় প্রোজেক্ট করে নিন আপনার ওটিটি প্ল্যাটফর্ম। ব্যস!

স্মার্ট স্পিকার- শীতের দিনে গুটিসুটি হয়ে বসে থাকতেই তো সবচেয়ে আরাম! এই সময়গুলোয় সঙ্গী হোক স্মার্ট স্পিকার। ভয়েস কমান্ড দিয়ে গান চালান, খবর শুনুন, অন্য স্মার্ট হোম ডিভাইসগুলো অপারেট করুন, কিংবা ফোনে আড্ডা হোক দিব্যি। আপনাকে আর পায় কে!  

ভিআর হেডসেট- নতুন নতুন টেকনোলজি নিয়ে সময় কাটাতে ভালবাসেন? এই শীতে তবে আপনার পছন্দের গ্যাজেট হয়ে উঠতে পারে একটা ভিআর হেডসেট। গগলসের মতো পরে ফেলুন চোখে। ব্যস! থ্রিডি ভার্চুয়াল রিয়্যালিটির দুনিয়া ধরা দেবে আপনার চোখেই। সে কম্বলের ঘেরাটোপেই হোক বা বারান্দার বেতের চেয়ারে। 
নয়েজ ক্যানসেলেশন হেডফোন- সকাল হতে না হতেই রান্নাঘরে হরেক রকম শব্দের কনসার্ট। সঙ্গে উচ্চস্বরে ফোন-পর্ব, মায়ের বকুনি, পড়শি কাকিমার ঝগড়াঝাঁটি—সবই আছে। একটু যে জমিয়ে গান কিংবা অডিয়ো স্টোরি শুনবেন, তার জো নেই! ঠিক এখানেই চাই একটা নয়েজ ক্যানসেলেশন হেডফোন। বাইরের শব্দকল্পদ্রুমকে বুড়ো আঙুল দেখিয়ে মজে যেন মনের মতো গান-গল্পে। 

তারপর? আলসে আরামে শীত কাটুক জমিয়ে!