আজকাল ওয়েবডেস্ক: সোনার গয়নার প্রতি ভারতীয়দের দুর্বলতার কথা কে না জানে? নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, কম বেশি সকলেই কিছু না কিছু সোনার জিনিস কিনে বাড়িতে রাখার চেষ্টা করেন। বিশেষ করে ভারতীয় মহিলাদের জন্য সোনার গহনা সৌভাগ্যের প্রতীক। কিন্তু সোনার জিনিস যেমন তেমন ভাবে রাখলেই তো হল না, নিয়ম করে সেগুলি পরিষ্কারও করতে হয়। সোনাকে সাধারণ ভাবে বর ধাতু বলা হয়। কারণ সোনা সহজে ক্ষয় হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ময়লা লেগে গয়নার উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই সোনার গয়নার জেল্লা ধরে রাখতে জেনে নিতে হবে কয়েকটি কৌশল।
১. সাবান জল: এটি সোনার গয়না পরিষ্কার করার সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায়। হালকা গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা মৃদু বাসন ধোয়ার সাবান মেশান। গয়নাগুলিকে প্রায় ১০-১৫ মিনিটের জন্য এই জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি নরম টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন, বিশেষ করে যেখানে ময়লা জমে থাকে। পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
২. বেকিং সোডা: ময়লা তোলার জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার আঙুল বা নরম কাপড়ের সাহায্যে গয়নার উপর আলতো করে ঘষুন। এরপর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকনো করে নিন। তবে খেয়াল রাখবেন, মুক্তো বা অন্য কোনও নরম পাথর বসানো গয়নার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার না করাই ভাল, কারণ বেকিং সোডা তাদের ক্ষতি করতে পারে।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া
৩. অ্যামোনিয়া (সাবধানতার সঙ্গে): অ্যামোনিয়া একটি শক্তিশালী যৌগ তাই এটি খুব সাবধানে ব্যবহার করা উচিত। ছয় ভাগ গরম জলের সঙ্গে এক ভাগ অ্যামোনিয়া মেশান। গয়নাগুলিকে এই দ্রবণে এক মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না। তারপর পরিষ্কার গরম জল দিয়ে ভাল করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। মুক্তো বা ওপালের মতো পাথর বসানো গয়নার ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা উচিত নয়।
৪. ভিনেগার ও বেকিং সোডা: সোনার গয়নার ঔজ্জ্বল্য ফেরাতে ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে গয়না রেখে তার উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর সাদা ভিনেগার ঢালুন। এটি বুদবুদ তৈরি করবে। কিছুক্ষণ পর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকনো করে নিন।
৫. টুথপেস্ট (নন-জেল): সামান্য পরিমাণে নন-জেল টুথপেস্ট একটি নরম টুথব্রাশে লাগিয়ে সোনার গয়নার উপর আলতো করে ঘষুন। তারপর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
কিছু অতিরিক্ত টিপস
১. গয়না পরিষ্কার করার জন্য খুব বেশি জোরে ঘষা উচিত নয়।
২. পরিষ্কার করার পর গয়না ভালভাবে শুকনো করে নিন, যাতে জলের দাগ না থাকে।
৩. পাথর বসানো গয়না পরিষ্কার করার সময় বিশেষ যত্ন নিন। কারণ পাথর অনেক সময় স্রেফ আঠা দিয়ে আটকানো থাকে যা খুলে যেতে পারে।
