আজকাল ওয়েবডেস্ক: লোকে বলে স্ত্রীধন। অথচ এখন নারী পুরুষ নির্বিশেষে সকলেই আকৃষ্ট তার প্রতি। সোনা। বিশেষ করে ভারতীয়দের মধ্যে সোনার প্রতি আকর্ষণ বরাবরই বেশি? কেবল বড়লোক বা উচ্চবিত্তরাই নন, মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত, সব শ্রেণীর মানুষই কম বেশি সোনার জিনিস বাড়িতে রাখার চেষ্টা করেন।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
কিন্তু সোনার জিনিস রাখলেই তো হল না, নিয়ম করে সেগুলি পরিষ্কারও করতে হয়। সোনাকে সাধারণ ভাবে বর ধাতু বলা হয়। কারণ সোনা সহজে ক্ষয় হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ময়লা লেগে গয়নার উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই সোনার গয়নার জেল্লা ধরে রাখতে জেনে নিতে হবে কয়েকটি কৌশল।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
১.  সাবান জল: সাবান জল সোনার গয়না পরিষ্কার করার সবচেয়ে সহজলভ্য এবং নিরাপদ উপাদান। হালকা গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা মৃদু বাসন ধোয়ার সাবান বা লিকুইড সোপ মিশিয়ে নিন। গয়নাগুলিকে প্রায় ১০-১৫ মিনিটের জন্য এই জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি নরম টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তবে বেশি জোরে ঘষাঘষি করবেন না, তাতে গয়নার ছোট দামী পাথর খুলে পড়ে যেতে পারে। ময়লা উঠে গেলে পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
২.  বেকিং সোডা: সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আঙুল বা নরম কাপড়ের সাহায্যে গয়নার উপর লাগিয়ে আলতো করে ঘষুন। এরপর পরিষ্কার গরম জল দিয়ে গয়না ধুয়ে নিন। ধোয়া হলে নরম কাপড় দিয়ে স্পঞ্জ করে নিন। তবে খেয়াল রাখবেন, মুক্তো বা অন্য কোনও নরম পাথর বসানো গয়নার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার না করাই ভাল, কারণ বেকিং সোডা মুক্ত বা পাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতি করতে পারে।
৩.  অ্যামোনিয়া: অ্যামোনিয়া খুব সাবধানে ব্যবহার করা উচিত নয়তো চামড়ার ক্ষতি হতে পারে। ছয় ভাগ গরম জলের সঙ্গে এক ভাগ অ্যামোনিয়া মেশান। গয়নাগুলিকে এই দ্রবণে এক মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না। তারপর পরিষ্কার গরম জল দিয়ে ভাল করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। মুক্তো বা ওপালের মতো পাথর বসানো গয়নার ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা উচিত নয়।

৪.  ভিনিগার ও বেকিং সোডা: সোনার গয়নার ঔজ্জ্বল্য ফেরাতে ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণ খুবই উপযোগী। একটি পাত্রে গয়না রেখে তার উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর সাদা ভিনেগার ঢালুন। এটি বুদবুদ তৈরি করবে। কিছুক্ষণ পর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকনো করে মুছে নিন।

৫.  টুথপেস্ট: সামান্য পরিমাণে টুথপেস্ট একটি নরম টুথব্রাশে লাগিয়ে সোনার গয়নার উপর আলতো করে ঘষুন। তবে জেল দেওয়া টুথপেস্ট ব্যবহার করবেন না। সাধারণ টুথপেস্ট ব্যবহার করতে হবে। ঘষা হয়ে গেলে পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
কিছু অতিরিক্ত টিপস
১। গয়না পরিষ্কার করার জন্য খুব বেশি জোরে ঘষা উচিত নয়।
২। পরিষ্কার করার পর গয়না ভালভাবে শুকনো করে নিন, যাতে জলের দাগ না থাকে।
৩। পাথর বসানো গয়না পরিষ্কার করার সময় বিশেষ যত্ন নিন।