আজকাল ওয়েবডেস্কঃ মেথি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এতে রয়েছে অনেক গুণ। মেথি ভেজানো জলও স্বাস্থ্য ভাল রাখতে দারুণ কাজ করে। ওজন কমানো থেকে হজম ক্ষমতা বাড়ানো কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহ মেথি জলের গুণের শেষ নেই। আজকাল অনেকেই খালি পেটে মেথি ভেজানো জল খান। কিন্তু মেথির জল স্বাস্থ্যকর হলেও অনেকের জন্য মোটেই তা উপকারী নয়। কারও কারও ক্ষেত্রে মেথি সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে শরীরে নির্দিষ্ট কয়েকটি সমস্যা থাকলে মেথি ভেজানো জল খাওয়া উচিত নয়। 

•    রক্তচাপ কম থাকলেঃ মেথির জল রক্তচাপ কমিয়ে দিতে পারে। যাদের আগে থেকে রক্তচাপ কম রয়েছে তাঁদের মেথি ভেজানো জল খাওয়া উচিত নয়। এতে মাথা ঘোরা, দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
•    রক্ত পাতলা করার ওষুধ খেলেঃ মেথি রক্ত পাতলা করতে পারে। যার ফলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাঁদের বুঝেশুনে মেথি ভেজানো জল খাওয়া উচিত। 
•    ডায়াবেটিস থাকলেঃ মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ঠিকই, তবে এটি ওষুধের সঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই ডায়াবেটিসের ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ নিয়ে মেথি ভেজানো জল খান। 
•    অ্যালার্জি থাকলেঃ অনেকের মেথিতে অ্যালার্জি থাকে। এক্ষেত্রে মেথি ভেজানো জল খেলে ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট বা ফোলাভাবের মতো সমস্যা হতে পারে।
•    গর্ভবস্থায়ঃ বেশি পরিমাণে মেথি খেলে জরায়ুর সংকোচন বৃদ্ধি পেতে পারে, যার ফলে গর্ভপাতের ঝুঁকি তৈরি হয়।