আজকাল আধুনিক জীবনযাপনের ইঁদুরদৌড়ে শরীরের উপর তো কম অত্যাচার হয় না! কম ঘুম, নামমাত্র খাওয়া, কখনও প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলা আবার কখনও দু’টো মিলের মধ্যে লম্বা সময়ের ব্যবধান, লিভারকে নাস্তানাবুদ করে ছাড়ছে। তার উপর সপ্তাহান্তে ছোট-বড় পার্টি, গাদা গাদা তেল মশলাদার খাবার আর মদ্যপান তো রয়েছেই! খাবারের বোঝা থেকে লিভার যতটুকু শ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করে, উল্টোপাল্টা খাওয়ার অভ্যাস ততই তার অবস্থা বিগড়ে দিচ্ছে। 

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা খাবার হজম করা থেকে শুরু করে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের স্বাস্থ্যের দিকে প্রথম থেকে নজর দেওয়া জরুরি। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে ত্বকে ফুটে ওঠে। যা অবহেলা করলে মারাত্মক লিভার রোগ ধরা পড়তে দেরি হতে পারে।

আরও পড়ুনঃ প্রজনন ক্ষমতা বাড়াতে এই সব প্রচলিত ধারণায় বিশ্বাস করেন? আসল সত্যি না জানলে উপকারের বদলে হতে পারে বড় ক্ষতি

১. মুখের ফ্যাকাশে ভাবঃ লিভারের সমস্যা হলে মুখের ত্বক বা চোখের সাদা অংশ হালকা বা ধীরে ধীরে গাঢ় হলুদ হতে শুরু করে। এটি জন্ডিসের লক্ষণ হতে পারে। লিভার শরীর থেকে বিলিরুবিন নামক হলুদ উপাদানটি সঠিকভাবে বার করতে না পারলে রক্তে জমা হতে শুরু করে। তখনই মুখ, চোখ এবং ত্বকে হলুদভাব দেখা দেয়। তাই এই সমস্যাকে অবহেলা করা উচিত নয়। 

২. চোখের নিচে ফোলাভাব বা কালো দাগঃ শুধু অপর্যাপ্ত ঘুমের কারণে নয়, অনেক সময়ে চোখের নিচে কালো দাগ কিংবা ফোলাভাবের জন্য লিভারের সমস্যা দায়ী হতে পারে। লিভার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলি সম্পূর্ণরূপে দূর করতে না পারলে মুখে ক্লান্তি, কালো দাগ এবং ফোলাভাব দেখা দেয়। যদি এই লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

৩. সূক্ষ্ম লাল রক্তনালীর জাল (স্পাইডার অ্যাঞ্জিওমা)ঃ মুখ, গলা বা বুকের ওপর সূক্ষ্ম জালের মতো লাল দাগ দেখা দিলে সতর্ক হন। এটি সাধারণত লিভারের সমস্যার কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে দেখা দেয়। তাই এই ধরনের লক্ষণ নজরে এলে চিকিৎসকের পরামর্শ নিন। 

৪. মুখে চুলকানি বা জ্বালাপোড়াঃ যদি অ্যালার্জি বা বাহ্যিক কারণ ছাড়াই মুখের ত্বকে বারবার চুলকানি বা জ্বালাপোড়া তাহলে এটি লিভারের কার্যকারিতায় ব্যাঘাতের লক্ষণ হতে পারে। যখন লিভার পিত্ত সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তখন এটি ত্বকের নিচে জমা হয় এবং জ্বালা এবং চুলকানি হতে দেখা যায়। 

৫. হাতের তালুতে অস্বাভাবিক লালচে ভাবঃ দু’হাতের তালুতে কমলা কিংবা লাল রং দেখা দিলে, তা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। এই লক্ষণকে অবহেলা করা উচিত নয়।  লিভার ঠিকভাবে টক্সিন ফিল্টার না করতে পারলেও ত্বকে এর প্রভাব পড়ে। ফলে হাতের চামড়া রুক্ষ ও খসখসে হয়ে যায়।