নিজস্ব সংবাদদাতা: বিবাহেও এবার অগমেন্টেড রিয়ালিটির ছোঁয়া। কলকাতায় ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টের উদ্যোগে প্রথমবার কলকাতায় শুরু হল এমন একটি  অনুষ্ঠান যা দেখে চোখ কপালে প্রযুক্তিপ্রেমীদেরও। ‘ড্রিমস ক্রাফটেড টু রিয়ালিটি’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ওজোন সেন্টারের মোনার্ক হলে। নেপথ্যে ‘শাদি বাই ম্যারিয়ট’।

ভবিষ্যতের বিবাহ অনুষ্ঠান কেমন হবে? তারই একটা ঝলক পাওয়া গেল অনুষ্ঠানে। ওয়েডিং ফটোশ্যুট থেকে মালাবদল পর্যন্ত একটা গোটা গল্প বলা হল ঠিক সিনেমার কায়দায়। বিবাহকে এমন ভাবে ক্যামরায় ধরার দায়িত্বে ছিলেন চিত্রপরিচালক সত্রাজিৎ সেন। অনুষ্ঠান গৃহের বাইরেই ছিল ফাইবার গ্লাসের তৈরি ত্রিমাত্রিক ইনস্টলেশন। যা অতিথিদের নিয়ে যাবে ভার্চুয়াল রিয়ালিটির দুনিয়ায়। এর পরই দ্বিতীয় চমক- কিউ আর কোড। এই কোড স্ক্যান করলেই অতিথিরা অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে দেখতে পাবেন বর-কনের পরিণয়ের গল্প।

এই উদ্যোগের অন্যতম প্রধান মুখ মডেল ও অভিনেত্রী রিচা শর্মা। ব্রাইডাল লুকে তিনি ধরা দিয়েছিলেন প্রচারের জন্য তৈরি ‘ওয়েডিং স্টোরি’তে। অভিনেত্রী আজকাল ডট ইন কে বলেন, “এমন আয়োজন কলকাতায় এই প্রথম। উদ্বোধনের পর থেকেই অসংখ্য ফোন এবং মেসেজ পেয়েছি। বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে কিউ আর কোডের মাধ্যমে যে এমন কিছু করা যেতে পারে সেটা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।”