আজকাল ওয়েবডেস্ক: ইতালির সার্ডিনিয়া দ্বীপের এক প্রান্তে রয়েছে এক ছোট্ট শান্ত শহর- সান ভেরো মিলিস। ভূমধ্যসাগরের নীল জলে ঘেরা এই শহর মূলত পরিচিত এর প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্তবাতাসের জন্য। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত এক বক্তব্য, সান ভেরো মিলিস-এর সৈকতে ঘুরতে গেলে নাকি নগ্ন হওয়া বাধ্যতামূলক! এমনকী এখানে যাঁরা বিয়ের অনুষ্ঠান করেন তাঁরাও নাকি নগ্ন হয়েই যাবতীয় আয়োজন করেন। কিন্তু কতটা সত্যি এই দাবি?
নগ্ন সৈকতের ইতিহাস
সান ভেরো মিলিস-এর কাছে অবস্থিত একটি বিখ্যাত সৈকতের নাম ইস আরেনাস। এই সৈকতটি ন্যুডিস্ট ফ্রেন্ডলি সৈকত হিসাবে স্বীকৃত। অর্থাৎ কেউ চাইলেই এই সৈকতে নগ্ন হয়ে ঘুরতে পারেন। ২০১৮ সালে স্থানীয় প্রশাসন এই এলাকাটিকে ন্যাচারালিস্ট উপযোগী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়। সহজ ভাষায় এর মানে, সেখানে নগ্নতা আইনত অনুমোদিত। কিন্তু মাথায় রাখতে হবে নগ্ন হবেন কিনা তা ঐচ্ছিক, কোনও ভাবেই বাধ্যতামূলক নয়। কেউ চাইলেই নগ্ন হয়ে ঘুরতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু কোনও পর্যটক নগ্ন হতে না চাইলে কেউ জোরও করবে না।
বিয়ের ক্ষেত্রে কি নগ্নতা বাধ্যতামূলক?
না। সান ভেরো মিলিস কিংবা ইস আরেনাস সৈকতে বিয়ে করার জন্য নগ্ন হওয়ার কোনও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে যাঁরা ন্যাচারালিজমে বিশ্বাসী, তাঁদের অনেকেই এই সৈকতে নগ্ন অবস্থায় বিয়ে করেন। কিন্তু বিষয়টি একেবারেই ব্যক্তিগত পছন্দের বহিঃপ্রকাশ। ইতালির আইন অনুযায়ী, বিয়ে একটি নাগরিক বা ধর্মীয় অনুষ্ঠান, যা কোনও স্থানীয় পৌরসভা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। সমুদ্রতটে বিয়ে করার অনুমতি থাকলেও, সেখানে কীভাবে পোশাক পরা হবে তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়।
