যতই আধুনিকতা ছোঁয়া লাগুক, আজও চুল নিয়ে বাহারি সাজ পছন্দ বাঙালির। যুগের হাওয়ায় প্রতি বছরই ট্রেন্ড বদলাচ্ছে। তবু ঘন, লম্বা চুল যে এখনও সকলের পছন্দের তালিকায় প্রথম জায়গায় রয়েছে তা হেয়ার স্ট্রেটনিং-এর রমরমাই মনে করিয়ে দেয়। চুল ছোট হোক বা লম্বা, শারদীয়ার আমেজে নতুন সাজে মজেন কম-বেশি সকলেই। পুজোর কয়েকদিন আগে থেকেই চুল কাটা থেকে হেয়ার স্পা, সবেরই চাহিদা থাকে তুঙ্গে! কিন্তু পুজোর দিনগুলোয় তো  যদি হেয়ার স্টাইল ভাল না হল, তবে আর সাজ হল কই? ঝটপট দেখে নিন নতুন পোশাকের সঙ্গে কোন কোন হেয়ারস্টাইল করলে পুজোর ভিড়ে হয়ে উঠবেন নজরকাড়া।

*হাই পনিটেল- সোজা লম্বা চুলে উঁচু করে বাঁধা পনিটেলের ফ্যাশন বরাবরই জনপ্রিয়। চিরুণি দিয়ে লম্বা চুল টানটান করে আঁচড়ে উঁচু করে তুলে মাথার উপর দিকে বেঁধে নিন। পনিটেলের শেষ প্রান্ত দরকারে হেয়ার স্প্রে দিয়ে নিতে পারেন। তাতে পিছন থেকে ছিমছাম দেখাবে। 

*ব্লান্ট বব- চিরচেনা বব কাটের শেষ প্রান্তটা ব্লান্ট কাটের মতো। শাড়ি আর নানা ছাঁদের ডিজাইনার ব্লাউজের সঙ্গে এই হেয়ারকাটের জুটি আপনাকে করে পুজোয় করে তুলতে পারে মধ্যমণি।

 আরও পড়ুনঃ পুজোয় উপোসের ইচ্ছে? শরীর চাঙ্গা রাখতে উপবাস ভাঙার সময় কী খাবেন? কী খাবেন না?

*মেসি সাইড ব্রেইড- সাবেক সাজ হোক কিংবা বোহেমিয়ান লুক,  মেসি সাইড ব্রেইড বা একদিকের একটু এলোমেলো চেহারার বিনুনি এখন বেশ ফ্যাশনে ইন। এক পাশে সিঁথি করে এক দিকের কাঁধের উপরে নিয়ে আসুন পুরো চুলটাকে। এবার আলগা করে বিনুনী বেঁধে কয়েকটা চুল তার থেকে খুলে দিন এলোমেলোভাব আনতে। রংবাহারি ক্লিপ কিংবা ফুলে সাজিয়ে নিতে পারেন।

*লেয়ারস চুলের বাহারঃ লেয়ারস হেয়ার স্টাইল চুল খানিকটা ঘন দেখায়। পছন্দ মতো দৈর্ঘ্যে দু’তিনটে লেয়ারে কাটা চুল মুখের চারপাশটা ঘিরে থাকুক। সব রকম সাজের সঙ্গেই দিব্যি মানিয়ে যায় এই হেয়ারস্টাইল।

*হাফ আপ- আজকাল শাড়ির সঙ্গে চুলের কায়দায় কিছুটা ফিউশন লুক পছন্দ করেন। যা এনে দিতে পারে হাফ আপ। চুলের উপরের অংশটা তুলে টানটান করে খোঁপার মতো বেঁধে নিন। নীচের অংশটা খোলা থাকলে অন্য রকম দেখাবে।

*বিচ ওয়েভস- ড্রেস, ট্রাউজার্স, পালাজো-টপ, কিংবা শাড়ি-সালোয়ারে কিংবা ফিউশন সাজের সঙ্গেও কোঁকড়া, ঢেউ খেলানো লম্বা চুল বেশ ভাল লাগে। চাইলে পার্লারে কিংবা নিজে পারলে কার্ল করে নিতে পারেন 

*পিক্সি কাট- ছোট চুলে কান ছোঁয়া, গালের দিকে ঘোরানো এই হেয়ারস্টাইল পশ্চিমি যে কোনও সাজের সঙ্গে ভাল দেখায়। এমনকী ক্যারি করতে পারলে শাড়ি আর হাইনেক বা হল্টার নেক ব্লাউজের সঙ্গেও দারুণ যুগলবন্দি।