আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে জীবনযাপনে। যার হাত ধরে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে ফ্যাটি লিভারের মতো অসুখ। বেশিরভাগ মানুষের ধারণা, মদ্যপান করলেই শুধুমাত্র এই অসুখ হয়। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সত্যি নয়। 

সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। বিশেষ করে রাতের দিকে কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

১. পেটে ব্যথা- লিভারের হাল ঠিক না থাকলে রাতে পেটে ব্যথা হতে পারে। তলপেটে তীব্র ব্যথা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ে পেটের ডান দিকে ব্যথা হয়। রাতে ঘুমের মধ্যে পেটে ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন।

২. ত্বকে চুলকানি- লিভারের সমস্যা ত্বকেও দেখা দিতে পারে। লিভারের কোনও রোগ হলে ত্বকে চুলকানি, অস্বস্তি হতে পারে। রাতে এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হন। 

৩. প্রস্রাবের রং- শরীর থেকে টক্সিন ভাল করে বেরতে না পারলে ফ্যাটি লিভার হতে পারে। তাই প্রস্রাবের রং ও গন্ধের দিকে খেয়াল রাখুন। শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরও যদি প্রস্রাবের রং হলুদ হয় কিংবা অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করিয়ে নিতে পারেন। 

৪. বমি-মাথা ঘোরা- লিভারের সমস্যার একটি অন্যতম লক্ষণ বমিভাব, মাথাঘোরা। লিভার ঠিক মতো কাজ না করলে শরীরে এই ধরনের লক্ষণ দেখা দেয়। 

৫. চোখে ব্যথা- চোখ শুকিয়ে যাওয়া, চোখে ব্যথাও লিভার খারাপ হওয়ার সংকেত হতে পারে। এমনকী লিভারের সমস্যার কারণে দৃষ্টিশক্তিতেও প্রভাবে পড়তে পারে।