আলোর উৎসব দীপাবলি যতটা আনন্দের, ততটাই সামান্য অসাবধানতায় চোখের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রতি বছরই বাজির ধোঁয়া, আগুনের ছিটে সহ নানা কারণে অনেকের চোখে আঘাত লাগার ঘটনা সামনে আসে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, বাজি ফাটানোর সময়ে সাবধানতা না মেনে চললে চোখে জ্বালা, চুলকানি, জ্বালাপোড়া, এমনকী অস্থায়ী দৃষ্টিহানি পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি, জেনে নিন-
* যাঁরা চশমা ব্যবহার করেন, তাঁরা দীপাবলিতে সেটি ব্যবহার করুন। এতে ধোঁয়া বা বাজির ছোট কণার হাত থেকে চোখ সুরক্ষা পাবে।
* দীপাবলিতে কনট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলাই ভাল কারণ ধোঁয়া বা গরম হাওয়ায় লেন্স চোখের ওপর ক্ষতি করতে পারে। এর বদলে সাধারণ সানগ্লাস বা সেফটি গগলস ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ দীপাবলিতে বৈদ্যুতিন আলো দিয়ে সাজিয়েছেন বাড়ি? কোন কোন সতর্কতা না মানলে উৎসবের দিনে বিপদে পড়বেন?
* আলোর বাজি হলেও নিরাপদ দূরত্বে রেখে ফাটাতে হবে। কোনওভাবে চোখে কোনও কণা ঢুকলে না চোখ কড়কড় করলে নিজে থেকে বার করতে যাবেন না।
* শিশুরা দীপাবলিতে সবচেয়ে বেশি উৎসাহী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা বড়দের দায়িত্ব। ছোটদের কখনওই একা বাজি ফাটাতে দেওয়া উচিত নয়। খোলা জায়গায়, প্রাপ্তবয়স্কদের উপস্থিতিতে বাজি জ্বালানোই সবচেয়ে নিরাপদ।
* বাজি ফাটানোর সময়ে কাছাকাছি জল রেখে দিন। চোখে কোনও রকম অস্বস্তি অনুভব হলেই জলের ঝাপটা দিতে থাকুন।

* যদি কোনওভাবে বাজির ছিটে চোখে লাগে, তাহলে চোখ ঘষবেন না, চাপ দেবেন না, কোনও ওষুধ নিজে থেকে দেবেন না। সবচেয়ে ভাল উপায় হল, চোখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া। এছাড়াও যত দ্রুত সম্ভব নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
* দীপাবলির সময় বাতাসে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জেনের পরিমাণ বেড়ে যায়। তাই অনেক বিশেষজ্ঞ প্রিজারভেটিভ–ফ্রি আর্টিফিশিয়াল টিয়ার্স বা চোখের কৃত্রিম জল ব্যবহার করার পরামর্শ দেন। এটি চোখের শুষ্কতা ও জ্বালা কমায়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ড্রপ ব্যবহার করা উচিত নয়।
* উৎসবের সময়েও টিভি, মোবাইল ও গেমিংয়ের ব্যবহার বেড়ে যায়। এতে চোখে অতিরিক্ত চাপ পড়ে। তাই ব্লু–লাইট ব্লকিং চশমা ব্যবহার ও চোখকে সময়মতো বিশ্রাম দেওয়াই শ্রেয়।
