আজকাল ওয়েবডেস্ক: আজ শনিবার এমনিতেই গ্রহরাজ শনির দিন। জ্যোতিষমতে গ্রহরাজ কর্মফলের দেবতা। তার উপর আজকের দিনে পড়েছে যোগিনী একাদশী। এই দিন পুণ্য অর্জনের জন্য অনেকেই নানান ব্রত পালন করেন। তবে আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র মতে মিথুন, কর্কট ও বৃশ্চিক রাশির জন্য কিছুটা প্রতিকূল হতে পারে। গ্রহগত অবস্থান, চন্দ্রের গতি ও শনির প্রভাব, সবমিলিয়ে এই তিন রাশির জাতক-জাতিকাদের জন্য আজ কিছু কাজ এড়িয়ে চলা ভাল।
মিথুন
দিনটি কেমন যাবে: কাজে অসফল হলেই আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। সিদ্ধান্তগ্রহণে দ্বিধা কাজ করবে। প্রণয় সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
কোন কাজ এড়িয়ে চলবেন?
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ: আজকের দিনে স্টক মার্কেট, ক্রিপ্টো বা জমি-জমায় টাকা ঢাললে বড় ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে।
গোপন আলোচনা: অফিস বা পারিবারিক কোনও গোপন কথা অন্যদের সামনে ফাঁস না করাই ভাল। বিশ্বাসভঙ্গ হতে পারে।
অতিরিক্ত কথাবার্তা: অহেতুক তর্কে জড়াবেন না। রাস্তাঘাটে চটজলদি মতামত দেওয়া থেকে বিরত থাকুন।
কর্কট
দিনটি কেমন: মানসিক টানাপোড়েন বাড়বে। পারিবারিক সমস্যার মধ্যে পড়তে পারেন।
কোন কাজ এড়িয়ে চলবেন?
সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত: প্রেম বা দাম্পত্যে ঝগড়ার সমূহ সম্ভাবনা। কিন্তু সেই ঝগড়ার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল।
অতিরিক্ত দান-ধ্যান: নিজের প্রয়োজন ভুলে আবেগে গা ভাসিয়ে দিয়ে দান করতে যাবেন না। আর্থিক ক্ষতি হতে পারে।
ভ্রমণ পরিকল্পনা: দূরযাত্রায় অনভিপ্রেত ঝামেলায় পড়তে পারেন।
বৃশ্চিক
দিনটি কেমন: কাছের মানুষের উপর সন্দেহ হতে পারে। সেই থেকে তৈরি হতে পারে মনোমালিন্য। গোপন শত্রুর প্রভাবে আর্থিক সমস্যায় পড়তে পারেন।
কোন কাজ এড়িয়ে চলবেন?
বিশ্বাস করে কাউকে দায়িত্ব দেওয়া: আজ অন্যের হাতে গুরুত্বপূর্ণ কাজ তুলে দেওয়া বিপজ্জনক হতে পারে।
টাকা ধার দেওয়া: আজকের দিনে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার আশা ক্ষীণ।
আইনি কাগজপত্রে সই: যে কোনও চুক্তি বা লিগ্যাল ফর্মে সই করার আগে ভাল করে পরীক্ষা করুন। প্রতারণার সম্ভাবনা প্রবল।
