আজকাল ওয়েবডেস্ক: আজ ২৫ জুন ২০২৫। বাংলা পঞ্জিকা অনুসারে আর ১০ আষাঢ়। আজকের দিনে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি একই সঙ্গে মিথুন রাশিতে অবস্থান করবে। ফলে তৈরি হবে বিরল ত্রিগ্রহী যোগ। এছাড়াও আজ বৃহস্পতি ও চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সব মিলিয়ে একাধিক শুভযোগের প্রভাবে আজকের দিনটি কিছু কিছু রাশির জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। তবে মাথায় রাখতে হবে এই পূর্বাভাস সার্বিক দিক নির্দেশ দিলেও কোনও নির্দিষ্ট ব্যক্তির ভাগ্যলিপি নির্ভর করে তাঁর নিজস্ব জন্মকুণ্ডলীর উপর। কাজেই সেটি ব্যক্তিভেদে একেবারে বিপরীত হতে পারে। ফলে কোনও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি যাচাই করে নিন।

 

বৃষ

আজ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। চন্দ্র ও বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। যাঁরা নিজস্ব ব্যবসায় যুক্ত, তাঁরা পুরনো বিনিয়োগ থেকে আজ মুনাফা পেতে পারেন। চাকুরিজীবীদের জন্য বোনাস বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে।

 

মিথুন

ত্রিগ্রহী যোগ ও গজকেশরী যোগের প্রভাবে আজ মিথুন রাশি যা ছোঁবে তাই সোনা। বিশেষ করে যাঁরা ফ্রিল্যান্সিং, মিডিয়া, অনলাইন ব্যবসা বা রিটেইল সেক্টরের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য উপার্জনের নতুন দরজা খুলে যেতে পারে।

 

কন্যা

কোনও পুরনো লেনদেন থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ঋণমুক্ত হওয়ার পথ প্রশস্ত হতে পারে। অফিসে কোনও দীর্ঘমেয়াদী প্রকল্পে যুক্ত হলে তার মাধ্যমে আর্থিক লাভ হবে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তারা আজ চাকরির ডাক পেতে পারেন।

 

তুলা

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে সুখবর অপেক্ষা করছে। যাঁরা এক্সপোর্ট ইমপোর্ট করেন তাঁদের বাইরের শহর থেকে আর্থিক সুযোগ আসতে পারে। যাঁরা যৌথ বিনিয়োগে করেন, তাঁদের আজ অংশীদারিত্বে লাভবান হওয়ার ইঙ্গিত রয়েছে। অনেক দিন আটকে থাকা ব্যাঙ্ক সংক্রান্ত কাজও আজ সুচারুভাবে এগোবে।

 

কুম্ভ

বৃদ্ধি যোগের প্রভাবে আজ কুম্ভ রাশি আর্থিক ভাবে লাভবান হবে। যাঁরা পেশাগতভাবে গবেষণা, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বেসরকারি ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট পাওয়ার সুযোগ আসবে। পারিবারিক ভাবে অপ্রত্যাশিত ভাবে টাকা পেতে পারেন।