আজকাল ওয়েবডেস্ক: রবিবার জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য দেবের দিন। আজ ২৯ জুনও তাই সূর্যের আশীর্বাদ থাকবে। তবে আজকের দিনটি অন্য একটি কারণেও খুবই গুরুত্বপূর্ণ। আজ পঞ্জিকা অনুসারে বজ্র যোগ সৃষ্টি হচ্ছে। জ্যোতিষমতে, সব শুভ গ্রহ প্রথম ও সপ্তম ঘরে থাকলে এবং অশুভ গ্রহ চতুর্থ ও দশম ঘরে থাকলে এই যোগ তৈরি হয়। বজ্র যোগ মারাত্মক শক্তিশালী একটি অবস্থান। এই যোগের প্রভাবে কোনও কোনও রাশির জীবনে নেমে আসতে পারে সমস্যার করাল গ্রাস।
মেষ
মঙ্গল ও রাহুর যুগল প্রভাবে আজ রাগ, উগ্রতা এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বেশি। তাই নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়। যানবাহন চালনার সময় সাবধান হন। রাস্তাঘাটে বিরোধে জড়ালে ক্ষতির সম্ভাবনা। তাই কলহ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে।
সিংহ
কর্মক্ষেত্রে আজ অর্থনৈতিক চাপ আসতে পারে। বহু দিন ধরে চেষ্টা করেও সফল হচ্ছেন না, এমন কাজের প্রভাবে আজ মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। তবে হাল ছাড়লে সমস্যা বাড়বে বই কমবে না। কোনও বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার সিদ্ধান্ত আজ এড়িয়ে চলাই ভাল। অনিদ্রা বা চোখের সমস্যায় ভুগতে পারেন।
ধনু
আজকের রাশিফল সামাজিক সম্মানহানির ইঙ্গিত দিচ্ছে। কাজেই প্রকাশ্য বিবাদ এড়িয়ে চলুন। কর্মস্থলে প্রতিপক্ষ সক্রিয় হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রেমের সম্পর্কে ঠান্ডা লড়াই হতে পারে, দুরত্ব বাড়তে পারে।
