আজকাল ওয়েবডেস্কঃ দারুচিনির মধ্যে বেশ ভাল পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে দারুচিনি। কীভাবে এই মশলা ব্যবহার করবেন, দেখে নিন।
ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে দারুচিনি। ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়ো নিন। এর সঙ্গে মধু মিশিয়ে ব্রণর উপর লাগান। কিছুক্ষণ রাখার পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ব্রণর এক প্রকার স্পট ট্রিটমেন্ট। বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে সাহায্য করে দারুচিনি। দারুচিনির গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগান। হালকা হাতে মালিশ করুন। কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে নিন। দাগছোপ দূর করার ক্ষেত্রেও দারুচিনি দারুণ সহায়ক। টক দইয়ের সঙ্গে এক চিমটে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার আপনি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
ডিমের সাদা অংশের সঙ্গে এক চিমটে দারুচিনির গুঁড়ো মিশিয়ে দিন। এটা ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। মিনিট ১০ রাখার পর জল দিয়ে মুখে ধুয়ে নিন। টানটান ও মসৃণ ত্বক পেতে এর জুড়ি নেই। ত্বকের উপর দারুচিনি লাগালে জ্বালাভাব, লালচে ভাব দেখা দেয়। এক্ষেত্রে হাতের উপর দারুচিনির মিশ্রণ ব্যবহার করে তারপর ত্বকে উপর ব্যবহার করুন। কোনও সমস্যা না থাকলে তবে মুখে মাখুন।
