আজকাল ওয়েবডেস্ক: প্রবীণ গণেশন এখন ঝাঁ চকচকে বিএমডব্লিউ আইএক্স-ওয়ান গাড়ির মালিক। আর বিলাসবহুল সেই গাড়িই মুখ বন্ধ করে দিয়েছে আত্মীয়দের। আদরপুতুল বা ‘সেক্স টয়’ নির্মাতা সংস্থা চালান বলে দিনের পর দিন কটাক্ষ শুনতে হত গণেশনকে এবার সাফল্য দিয়েই সেই কটাক্ষের জবাব দিলেন গনেশন।
তামিলনাড়ুর বাসিন্দা প্রবীণ গণেশন নিজেই নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন নেটমাধ্যম এক্স-এ। জানিয়েছেন, তিনি ‘কামাকার্ট’ নামের একটি সংস্থার সিইও। এই সংস্থাটি সুস্থ যৌনজীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরি করে। যৌনতা নিয়ে এখনও লুকোছাপার অন্ত নেই ভারতীয় সমাজে। ব্যতিক্রম নন তাঁর আত্মীয় পরিজনেরাও। তাঁরাই একসময় প্রবীণের পেশা নিয়ে বিদ্রুপ করতেন। কিন্তু নতুন গাড়ি দেখে মুখ বন্ধ হয়ে গিয়েছে অনেকেরই। প্রবীণের কথায়, “সাফল্য সব কিছুর জবাব দিয়ে দেয়।”
তবে ৩০ লক্ষ টাকার গাড়িটি তিনি নিজে কেনেননি। বরং উপহার পেয়েছেন এক চিনা বন্ধুর থেকে। গত বছর ওই চিনা বন্ধুর সঙ্গে দেখা করতে চিনে গিয়েছিলেন প্রবীণ। তখনই কথায় কথায় সেই বন্ধু জানতে পারেন প্রবীণের গাড়ির শখ রয়েছে। তিনিই তামিল নববর্ষের দিন প্রবীণকে উপহার দিয়েছেন গাড়িটি।
