পরমা দাশগুপ্ত

চন্দ্রবিন্দুর চ থেকে রুমালের মা—
শুরু থেকে শেষ সবটাই ফ্রেম আর তার স্টাইল!

চোখ ঢাকা পড়েছে চশমায়। তা বলে কি স্টাইল হবে না? নিশ্চয়ই হবে। আর তার জন্যই মজে যেতে হবে ফ্রেমের প্রেমে। কারণ আপনার মুখের গড়নে মানানসই এবং ট্রেন্ডি একটা ফ্রেম চোখে উঠলে আশপাশের সবার নজর আপনার দিকে ঘুরবেই ঘুরবে! 

একটা সময়ে এদেশে চশমা মানেই ছিল একঘেয়ে কিছু ফ্রেম। গত দুই দশকে একটু একটু করে পাল্টে গিয়েছে ফ্রেমের সাত সতেরো। কার্বন থেকে অ্যাসিটেট কিংবা মেটাল, ফ্রেমের ধরনে যেমন এসেছে বৈচিত্র্য, তেমনই আকার-গঠনেও এখন স্টাইলের ছড়াছড়ি।      

ডিসেম্বর পড়ে গিয়েছে। নতুন বছর এল বলে! এই বেলা চশমার ফ্রেমের দুনিয়াতেও সাড়া ফেলতে শুরু করেছে আগামীর ট্রেন্ড। এই ফাঁকে জেনে রাখুন সবটাই। তারপর চার চোখেই চমক দিতে কতক্ষণ!

২০২৬-এ তা হলে কোন ধরনের ফ্রেম আপনাকে করে তুলতে পারে স্টাইল আইকন? ট্রেন্ড যা বলছে—

চৌকো, মোটা ফ্রেম— এক সময়ে যা ছিল বোরিং, সে-ই এখন স্টাইলিশ! নতুন বছরের ট্রেন্ডে ভীষণ ভাবে হাজির চৌকো ধাঁচের মোটা ফ্রেম। মূলত ন্যাচারাল প্লাস্টিক অর্থাৎ অ্যাসিটেটের এই ফ্রেম পরতে পারেন পছন্দসই রঙে। মূলত কালো, বাদামীর মতো সলিড কালার কিংবা সাদা, বেগুনি, নীল বা গোলাপির ট্রান্সলুসেন্ট ফ্রেমই এখন ‘চশমিশ’দের প্রেম। 

মডার্ন রিমলেস— রিমলেস ফ্রেমের কদর যে কমেনি একটুও, চশমা পাড়ার ট্রেন্ডই তার প্রমাণ। মিনিমালিস্ট লুকই যদি হয় আপনার পছন্দের স্টাইল, তবে আগামী বছরেও বেছে নিতে পারেন রিমলেস ফ্রেম। জুয়েলারি ইনস্পায়ার্ড লুক হবে তো বটেই, সাজেও আসবে ঝকঝকে স্মার্টনেস।

হাভানা টর্টোয়েজ শেল- কচ্ছপের পিঠের মতো ডিজাইনে এই বাদামী ফ্রেমগুলো বেশ কিছুদিন ধরেই রয়েছে স্টাইলে। নতুন বছরেও তারা হাজির থাকবে স্বমহিমায়। ওজনে হাল্কা, সহজে পরার মতো। আপনার মুখে এই ফ্রেম এনে দিতেই পারে উষ্ণতা আর কমনীতার যুগলবন্দি। গোলাকার কিংবা ক্যাটস আই, ডিম্বাকৃতি, আয়তাকার কিংবা চৌকো, মুখের গড়নের মানানসই ফ্রেম বেছে নিলেই হল!

মেটালিক অ্যাকসেন্ট- মেটালিক ফ্রেম বরাবরই স্টাইলিশ তালিকাভুক্ত। সোনালি বা রুপোলি সরু ধাতব ফ্রেম এ বছরের চৌকাঠ পেরিয়েও বহাল তবিয়তে থাকছে ফ্যাশনে। গয়নার মতোই সোনালি কিংবা রুপোলি ফ্রেমগুলো অনায়াসে হয়ে উঠতে পারে সাজের অঙ্গ।

ইউনিসেক্স ফ্রেম- পোশাক পেরিয়ে চশমাতেও ট্রেন্ডিং ইউনিসেক্স প্যাটার্ন। নানা আকারের, নানা ডিজাইনের এই ফ্রেমগুলো বেছে নিতে পারেন আপনার মুখের গঠন এবং পছন্দ অনুযায়ী। কেউ ভালবাসেন বেশ বড় আকারের ফ্রেম, কেউ বা আই-পিস অর্থাৎ চোখটুকু ঢাকা ফ্রেমের প্রেমেই মজে। আগামী বছরও চশমার ফ্যাশনে থাকছে ইউনিসেক্স স্টাইল।

ভিন্টেজ ফ্রেম- নতুন বছরেও স্বাগত প্রাচীন! চিরকালীন স্টাইলে ভিন্টেজ গোলাকার, ডিম্বাকৃতি ফ্রেম কিংবা সত্তর দশকের মতো বড় আয়তাকার ফ্রেম আগামী বছরেও জমিয়ে রাখবে চশমার বাজার।

নিউট্রাল টোন- পুরনো বছর থেকে নতুন বছরে পাড়ি দিচ্ছে ন্যুড বা ব্লাশ শেডের ফ্রেম। নিউট্রাল টোনে হাল্কা রঙের এই চশমার ফ্রেম মন জুড়েও এনে দিতে পারে ফুরফুরে আমেজ। 

ডবল ব্রিজ- দুই চোখের মাঝে চশমার ব্রিজ কেমন হবে, তা নিয়েও বেশ ভাবনাচিন্তা করেন অনেকেই। কারও পছন্দে স্লিক ব্রিজ, কেউ বা ভারিক্কি ভাব আনতে একটু মোটা ধাঁচের ব্রিজের দিকে ঝোঁকেন। ট্রেন্ড বলছে, আগামী বছরে স্টাইলে থাকবে ডবল ব্রিজ। অর্থাৎ একটা ফ্রেমের মাঝামাঝি সরু ব্রিজের উপরে ফ্রেমের মাথা বরাবর আরেকটা সরু ব্রিজ। আর সেখানেই বাড়তি আভিজাত্য! 

চোখে চশমা উঠলে এক কালে চার-চোখো বলে খেপাত লোকে। সেই চার চোখেই কিন্ত এখন স্টাইল আইকন হয়ে ওঠার পালা!