আজকাল ওয়েব ডেস্ক: শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে চোখ অত্যন্ত সংবেদনশীল। চোখের সুরক্ষায় অনেকেই সানগ্লাস ব্যবহার করে থাকেন। শুধু রোদ থেকে বাঁচতে নয়, সানগ্লাস ধুলোবালি, পোকা, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কুপ্রভাব থেকে রক্ষা করে। কিন্তু আজকাল অনেকেই হালফ্যাশনের কেতাদুরস্ত রঙিন চশমা ব্যবহার করে থাকেন। যা উপকারের বদলে আদপে চোখের ক্ষতি করে। 

আসলে রাস্তার ধারের দোকান কিংবা স্থানীয় দোকানে যেসব সস্তার রোদচশমা পাওয়া যায়, সেগুলি আমাদের চোখকে সুরক্ষিত রাখার পরিবর্তে বরং বিপদ ডেকে আনে। এমনকী চিকিৎসকরাও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। এই ধরনের রোদচশমা পরলে ঠিক কী কী ক্ষতি হতে পারে, জেনে নিন। 

ইদানীং খুব কম দামে সানগ্লাস পাওয়া যায় ঠিকই। কিন্তু এসব সস্তার রঙিন চশমার কারণে চোখের চারপাশে কালো দাগ, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, চোখের ভিতরে কিংবা বাইরে চুলকানির মতো সমস্যা হতে পারে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সানগ্লাস ব্যবহার করলে ক্যানসারের মতো মারণ রোগও হানা দিতে পারে। মনে রাখবেন, সানগ্লাস শুধুই চোখকে সুরক্ষা দেয় না, ত্বককেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়।

সস্তার রঙিন চশমা ব্যবহারের ফলে অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে চোখের পাওয়ার, ঘন ঘন মাথাব্যথাও হতে পারে। সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটি বহুগুণ বেড়ে যায়। ফলে ঝাপসা হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি। ভবিষ্যতে খুব দূরের বা খুব কাছের কিছু দেখতে সমস্যা হতে পারে।

ড্রাই আই কিংবা কর্নিয়ার কোনও সমস্যা থাকলে সানগ্লাস বাছাইয়ে বেশি সতর্ক হতে হবে । একইসঙ্গে লেসার আই সার্জারি হলেও অবশ্যই বাছাই করে রোদচশমা পরুন।