আজকাল ওয়েবডেস্কঃ গরম শুধু অস্বস্তি বাড়ায় না, অতিরিক্ত ঘামে নষ্ট হয় মেকআপ। বিশেষ করে রোদে বেরলে মুখের বিভিন্ন অংশে ঘাম খুবই অস্বস্তিকর। তবে যতই গরম পড়ুক, মেকআপ করতে সারাবছরই ভালবাসেন অনেকে। কিন্তু গরমে দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং বটে। কারণ সামান্য ঘামেই মেকআপ মুছে যাওয়ার আশঙ্কা থাকে। আপনিও যদিও এই সমস্যায় সম্মুখীন হন তাহলে গরমে মেকআপ করার সময়ে কয়েকটি কৌশল মেনে চলুন। 

•    বরফের জলে মুখ ডুবিয়ে রাখুনঃ বরফের জলে মুখ ডুবিয়ে রাখা কোনও ট্রেন্ড নয়, বরং ত্বকের প্রস্তুতির একটি কার্যকর পদ্ধতি। এটি মুখের ছিদ্রগুলিকে এবং ত্বককে শক্ত করে, যার কারণে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। 

•    কম প্রসাধনী ব্যবহার করুনঃ গরমকালে ভারী এবং তৈলাক্ত ত্বকের প্রসাধনী এড়িয়ে চলুন। পরিবর্তে, ভিটামিন সি এবং নিয়াসিনামাইডের মতো উপাদানযুক্ত হালকা ফর্মুলেশন বেছে নিন। জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার এবং ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার এবং এসপিএফ সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হতে দিন এবং মেকআপ শুরু করার আগে কয়েক মিনিট অপেক্ষা করুন।

•    কম ফাউন্ডেশন লাগানঃ গ্রীষ্মকালে ভারী ফাউন্ডেশন মেকআপ দ্রুত নষ্ট করে। পরিবর্তে, কয়েক ফোঁটা হালকা সিরাম ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাতে পারে। এতে দীর্ঘক্ষণ মুখে মেকআপ টিকে থাকবে। 

•    স্মাচপ্রুফ মেকআপ বাছুনঃ আইলাইনার, কাজল এবং মাসকারা থেকে শুরু করে হাইলাইটার কিংবা কনট্যুর, গরমে সমস্ত মেকআপ স্মাচপ্রুফ ব্যবহার করার চেষ্টা করুন। এই ধরনের প্রসাধনীগুলি ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে এবং মুখ কালো বা অপরিষ্কার দেখায় না। 

•    প্রাইমার লাগাতে ভুলবেন নাঃ অনেকই সরাসরি ফাউন্ডেশন লাগান। কিন্তু গরমকালে ফাউন্ডেশনের আগে একটি ভাল ম্যাটিফাইং প্রাইমার ত্বককে ঘাম এবং মেকআপ গলে যাওয়া থেকে রক্ষা করে।