আজকাল ওয়েবডেস্ক: সময়ের ব্যবধানে প্রত্যেক গ্রহ স্থান পরিবর্তন করে, যা বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব ফেলে। তারই মধ্যে কখনও কখনও গ্রহ-নক্ষত্রের মিলনে রাজযোগ তৈরি হয়। যেমন সূর্য ও বুধের মহামিলনে তৈরি হয় বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত রাজযোগের বর্ণনা পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বুধাদিত্য রাজযোগ। 

বর্তমানে গ্রহদের রাজা সূর্য মেষ রাশিতে রয়েছে। অন্যদিকে, গ্রহদের রাজপুত্র হিসেবে পরিচিত বুধ প্রতি ১৫ দিন অন্তর তার রাশি পরিবর্তন করে। বুধ আগামী ৭ মে মেষ রাশিতে প্রবেশ করবে। আর এই দুটি গ্রহের সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। যার শুভ প্রভাব পড়েছে চারটি রাশির উপর। তাহলে কাদের কপাল খুলবে? জেনে নেওয়া যাক-

কর্কট: বুধাদিত্য যোগ কর্কট রাশির জন্য লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, সাফল্য আসতে বাধ্য। মে মাসের শেষ দিকে জীবনে যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবেন। কাজের জগতে খ্যাতি বাড়বে। 

তুলা: ২০২৫-এ সব রকম সৌভাগ্য লাভ করবেন তুলা রাশির মানুষেরা। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। 

মকর: বুধ-সূর্যের মিলনে মকর রাশির কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন সুখের হবে। চাকুরীজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের মাধ্যমে সকলের মন জয় করবেন। কর্মক্ষেত্রে কাজের সন্তুষ্টি পাবেন।

কুম্ভ: বুধাদিত্য রাজযোগে সুদিন ফিরতে চলেছে কুম্ভ রাশির। জীবনের সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসবে। চাকরিতে কাজের প্রশংসা পাবেন। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে। নিজের ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা রয়েছে।