আজকাল ওয়েব ডেস্ক: যে কোনও গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন ১২টি রাশির উপর প্রভাব ফেলে। সময়ের ব্যবধানে প্রত্যেক গ্রহ স্থান পরিবর্তন করে, যা বিভিন্ন রাশির মানুষদের জীবনে শুভ কিংবা অশুভ প্রভাব বয়ে আনে। তারই মধ্যে কখনও কখনও গ্রহ-নক্ষত্রের মিলনে রাজযোগ তৈরি হয়। যেমন সূর্য ও বুধের মহামিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষ শাস্ত্রে যে সমস্ত রাজযোগের বর্ণনা পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বুধাদিত্য রাজযোগ।  

গত ১৬ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে৷ অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর কন্যাতে প্রবেশ করেছে বুধ। ফলে বুধ ও সূর্যের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই রাজযোগের প্রভাব ৩ রাশির জীবনে বড় পরিবর্তন আনবে। তাহলে পুজোর আগেই কাদের ভাগ্য খুলতে চলেছে, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি-জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকূল ফলাফল পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। অনেকদিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন৷ কেরিয়ারে উন্নতির সুযোগ আসতে পারে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। সমাজে মান সম্মান বাড়বে৷ আর্থিক পরিস্থিতি বদলাবে৷ প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের জন্য পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারেন।

বৃশ্চিক রাশি-বুধাদিত্য রাজযোগের ফলে লাভবান হবেন বৃশ্চিক রাশির মানুষেরা। জীবনের নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে চলেছে৷ সন্তান সংক্রান্ত নানান সমস্যার এবার সমাধান হবে। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। কেরিয়ারে সাফল্য আসবে। অর্থ সঞ্চয় করতে পারবেন।

মকর রাশি- কেরিয়ারে হঠাৎ করে উন্নতি হবে, প্রচুর টাকা লেনদেন করতে পারেন। বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি করতে পারেন। পরিবারে শান্তি থাকবে।