প্রতি গ্রহ নির্দিষ্ট সময়ে তার রাশি পরিবর্তন করে। এর ফলেই কখনও শুভ যোগ তৈরি হয়, আবার কখনও অশুভ যোগের সৃষ্টি হয়। যার প্রভাব সরাসরি ১২ রাশির উপর পড়ে। কোনও রাশিতে ইতিবাচক প্রভাব দেখা যায়, আবার কোনও রাশিতে নেতিবাচক ফলও দেখা দেয়।
মনে করা হচ্ছে, নভেম্বর মাসে বুধ ও শুক্র একই রাশিতে যুক্ত হতে চলেছে, যার ইতিবাচক প্রভাব তিনটি রাশির উপর পড়বে। তাই দেবঘরের জ্যোতিষাচার্যের কাছ থেকে জেনে নেওয়া যাক কবে শুক্র ও বুধের এই যুগল-যোগ হবে এবং কোন কোন রাশির উপর এর শুভ প্রভাব পড়বে।
দেবঘরের বিখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দ কিশোর মুদগল জানান, নভেম্বর মাসের শেষে একটি বিরল সংযোগ তৈরি হতে চলেছে। ঋষিকেশ পঞ্চাঙ্গ অনুযায়ী, ২৩ নভেম্বর তুলা রাশিতে বিশেষ বুধ-শুক্র যুগল-যোগ হবে।
আসলে, ২৩ নভেম্বর বুধ তুলা রাশিতে গোচর করবে, যেখানে শুক্র আগেই অবস্থান করছে। এর ফলে লক্ষ্মী-নারায়ণ যোগ সৃষ্টি হবে, যা অত্যন্ত শুভ। এমন ঘটনা বিরল। যার জন্মছকে এই যোগ তৈরি হয়, তার জীবন একেবারে নিচু অবস্থা থেকে রাজার মতো অবস্থায় পৌঁছে যায় বলে বিশ্বাস।
এই তিনটি রাশিতে তৈরি হবে এই শুভ ফল—কর্কট, তুলা এবং মকর।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য শুক্র-বুধের সংযোগ অত্যন্ত লাভদায়ক। এই যুগল-যোগ রাশির চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, যার ফলে সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকলে সফল হবেন। বন্ধুদের সহায়তা মিলবে। আর্থিক অবস্থাও মজবুত হবে, প্রচুর অর্থ লাভের সম্ভাবনা আছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জীবনে এই যোগ বিশেষ ইতিবাচক ফল দেবে। বয়স্ক ব্যক্তিরা নাতি-নাতনির সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। কর্মজীবীদের জন্য অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে। সম্পত্তিতে বিনিয়োগ করলে ভালো লাভ মিলবে।
মকর রাশি
মকর রাশির জন্য এই সংযোগ শুভ সঙ্কেত নিয়ে আসছে। এতদিন যেসব কাজ আটকে ছিল, সেগুলো সম্পন্ন হতে শুরু করবে। বৈবাহিক সম্পর্কে প্রেম ও মধুরতা বাড়বে। ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য এটি বিনিয়োগ ও সম্প্রসারণের উপযুক্ত সময়। নতুন চুক্তি থেকে আর্থিক লাভ হবে।
মকর রাশির দৈনিক রাশিফল—১৭ নভেম্বর ২০২৫
মকর রাশির জাতকদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ ও এনার্জিতে ভরপুর। সকাল থেকেই মানসিক স্বস্তি ও ইতিবাচক অনুভূতি জাগবে। ভ্রমণের সুযোগ আসতে পারে, যা নতুন উদ্দীপনা দেবে।
জ্যোতিষী ড. দীপ্তি শর্মার মতে, আজ প্রতিযোগিতামূলক ক্ষেত্র, কর্মস্থল ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক—সব ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি। প্রেমজীবনে রোম্যান্স বাড়বে এবং পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে। সূর্যদেবকে জল অর্পণ করলে শুভ ফল মিলবে।
বন্ধুর সঙ্গে দেখা বা দীর্ঘ আলাপ আনন্দ দেবে। কোনো পুরোনো টেনশন বা অফিস-সংক্রান্ত সমস্যারও সমাধান মিলতে পারে।
স্বাস্থ্য
স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, তবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানসিক চাপ বা ঘুমের সমস্যা হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও জল পান গুরুত্বপূর্ণ।
লাভ লাইফ
অবিবাহিতদের কারও বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। দাম্পত্য বা সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও বোঝাপড়া বাড়বে। শিশুদের সঙ্গে সময় কাটালে মন ভাল হবে।
আজকের করণীয়
সূর্যোদয়ের পর সূর্যদেবকে জল অর্পণ করলে মানসিক শান্তি ও ভাগ্যবৃদ্ধি হবে। অসমাপ্ত কাজও দ্রুত সম্পন্ন হবে।
