আজকাল ওয়েবডেস্ক: সদ্যোজাত সন্তানের জন্য সবচেয়ে পুষ্টিকর এবং সুষম খাবার মায়ের স্তন্য। কিন্তু নতুন মায়ের জন্য কখনও কখনও স্তন্যদান করা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। তেমনটাই হয়েছে অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের সঙ্গে। সন্তানদের স্তন্যপান করাতে গিয়ে খুবই শারীরিক কষ্ট পেয়েছেন তিনি। সাম্প্রতিক একটি একটি আলোচনাতে তেমনই জানালেন অভিনেত্রী।
২০১২ সালে অনুরাগ বসুর বরফি ছবির মাধ্যমে হিন্দি ছবির জগতে নিজের যাত্রা শুরু করেন ইলিয়ানা। প্রথম ছবিতেই ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। এর পর রুস্তম থেকে শুরু করে রেইড, একের পর হিট ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা। কিন্তু সেই তিনিই এখন বলিউড থেকে বেশ দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্বামী মাইকেল ডোল্যানের সঙ্গে সংসার করছেন। দুই সন্তানও রয়েছে তাঁর। সেই সন্তানদের স্তন্যপান করানোর সময় কী সমস্যায় পড়তে হয়েছিল সেই কথাই নিজের মুখে জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে ইলিয়ানা স্বীকার করে নেন, সন্তানদের বুকের দুগ্ধ পান করানোর সময় যন্ত্রণা এবং প্রদাহের শিকার হতে হয়েছে তাঁকে। বিষয়টি এতই যন্ত্রণার ছিল যে তিনি আগে থেকে কল্পনাও করতে পারেননি। ইলিয়ানা বলেন, “আমার আত্মীয় এবং বন্ধুরা আমাকে জানিয়েছিলেন, যে স্তন্যদান খুবই শ্রমসাধ্য হতে পারে। প্রথমে আমারও খুবই যন্ত্রণা হত। তার পর স্তন্যদান সংক্রান্ত আরও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। আমার কোনও ধারণাই ছিল না যে স্তন্যদান এতো তীব্র যন্ত্রণার হতে পারে।”
কিন্তু যন্ত্রণা হলেও সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারা সৌভাগ্যের বলেই মনে করেন ইলিয়ানা। নিজেই জানিয়েছেন সে কথা। বলেছেন, “নিজের সন্তানকে খাওয়াতে পারা সত্যিই সৌভাগ্যের। এর মাধ্যমে সন্তানের সঙ্গে যে যোগসূত্র তৈরি হয় তার কোনও তুলনা নেই।”
ইলিয়ানা জানান, প্রথম সন্তানের ক্ষেত্রে তিনি স্তন্যপান করানো নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছিলেন। বিশেষ করে স্তন্যদান করার সময় আশপাশের মানুষ কী ভাববেন তাই নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল তাঁর। এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। ইলিয়ানা বলেন, “হাসপাতালে আমাকে প্রশ্ন করা হয়, আমি কোনও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে চাই কি না। আমি বলি - অবশ্যই। একজন বিশেষজ্ঞ যদি এই নিয়ে কথা বলেন তবে তো খুবই ভাল হয়।” ইলিয়ানা জানান বিশেষজ্ঞ তাঁকে প্রশ্ন করেন, তিনি কেবলই বুকের দুধ খাওয়াতে চান নাকি বাজারজাত কোনও শিশুখাদ্যও খাওয়াতে চান সন্তানকে। “প্রশ্নের জবাবে আমি বলি, না সন্তানকে বাইরের খাবার খাওয়াতে চাই না, শুধু মাতৃদুগ্ধই খাওয়াতে চাই।” ইলিয়ানার বক্তব্য, “আসলে প্রত্যেক মাকে একটি স্বতন্ত্র যাত্রার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের সন্তানকে নিয়ে মা যখন সেই যাত্রাপথ অতিক্রম করেন তখন ভিতর থেকেই মা বুঝতে পারেন সন্তানের জন্য কোনটা ভাল হবে।”
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
তবে স্তন্য দান করানোর সময় বেশ সমস্যায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। হাসপাতাল থেকে তাঁকে জানানো হয়েছিল প্রথম ছয় সপ্তাহ ব্রেস্ট পাম্প ব্যবহার না করতে। কারণ তাঁর স্তনে প্রদাহ হচ্ছিল। নিজেই জানান অভিনেত্রী। বলেন, “আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। স্তনে খুবই যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণায় আমার জ্বর এসে গিয়েছিল। সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছিল।” তবে দ্বিতীয়বার অনেকটাই সামলে নিয়েছিলেন তিনি। ইলিয়ানা জানান, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তাঁর সহজাত প্রবৃত্তি যা বলেছে, তিনি তেমন ভাবেই এগিয়েছেন।
