আজকাল ওয়েবডেস্ক: শ্রীরামকৃষ্ণকে তিনি চেনেন কি না জানা নেই। কিন্তু “টাকা মাটি, মাটি টাকা”-র ধারণায় তিনিও বিশ্বাসী। তাই এক দশক আগে টাকা পয়সা ত্যাগ করেছেন জো নেমেথ নামের এক মহিলা। গত এক দশক তিনি কিছুই আয় করেননি। কোনও রকম আর্থিক লেনদেনও করেননি। তবু নিজের জীবন নিয়ে খুশিতেই আছেন।
৫৬ বছর বয়সি জো পৃথিবীর আর্থিক বৈষম্য নিয়ে মোটেই খুশি নন। যেভাবে অর্থের উপরেই পৃথিবী চলছে তাও পছন্দ নয় তাঁর। তাই ২০১৫ সালে তিনি সিদ্ধান্ত নেন, চাইলেই যে পৃথিবীকে আরও সহজ সরল বানানো যায়, তার উদাহরণ তৈরি করবেন। সেই লক্ষ্যেই অর্থের আদানপ্রদান একেবারে বন্ধ করে নেন তিনি। এমনকি তাঁর কোনও সঞ্চয় পর্যন্ত নেই। ২০১৫ সালের নববর্ষের রাতে বইপত্র রাখার জন্য একটি বাক্স কিনেছিলেন। সেই শেষবার টাকা ব্যবহার করেন তিনি।
তাহলে তাঁর চলে কীভাবে? জো জানিয়েছেন, অতিসাধারণ একটি কাঠের বাড়িতে থাকেন তিনি। নিজের খাবার নিজেই উৎপাদন করেন। জো একজন প্রশিক্ষিত চাষী। তাই শাক সবজি নিজেই চাষ করেন। বিভিন্ন ভেষজ উপাদান ব্যবহার করে রোগভোগের চিকিৎসা করেন। মানুষের ফেলে দেওয়া জিনিস পুনর্ব্যবহার করাতেও সিদ্ধহস্ত তিনি। অনেকেই দাঁত মাজার মাজন ফেলে দেন। সেই টিউবগুলি কুড়িয়ে তার ভিতর থেকে মাজন বার করে ব্যবহার করেন। এ ছাড়া তাঁর প্রিয়জনরাও নানান ভাবে সাহায্য করেন তাঁকে। সব মিলিয়ে তাঁর বক্তব্য মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, এবং নিজের প্রয়োজন অনুযায়ী জিনিস ব্যবহার করে, অপচয় না করে তবে খুব সহজেই অল্প খরচে জীবন কাটানো যায়।
