আজকাল ওয়েবডেস্ক: আজ ১৪ অগাস্ট বৃহস্পতিবার। আর জ্যোতিষমতে বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর দিন। সার্বিকভাবেই তাই বৃহস্পতিবার সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। উপরন্তু আজ শ্রাবণ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি। আজ এই তিথিতে শূল এবং গণ্ড যোগের প্রভাব থাকবে। শূল শব্দের অর্থ তীক্ষ্ম শলাকা, আর গণ্ড মানে গিঁট। জ্যোতিষমতে এই দু’টি যোগই অশুভ যোগ। এই যোগগুলির প্রভাবে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। শুভ কাজে বিলম্ব হতে পারে। তাই বিশেষ কিছু রাশিকে আজকের দিনটিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে

মেষ: আজ আবেগ যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। অফিসে সহকর্মীর সঙ্গে তর্কাতর্কি হতে পারে। কোনও নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক চুক্তি করার পরিকল্পনা থাকলেও আজই সে পথে না হাঁটাই শ্রেয়। স্বাস্থ্যগত দিকে আজ ঊর্ধাঙ্গের সমস্যা হতে পারে। বিশেষত মাথাব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে।

সতর্ক থাকুন: ঝগড়া-বিবাদ করবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, ঝুঁকিপূর্ণ আর্থিক পদক্ষেপ থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?

কর্কট: পরিবারে সামান্য কথায় অযাচিত মনোমালিন্য হতে পারে। আর্থিক দিকেও আজ ধার বা ঋণ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। কারও প্রতি অকারণ সন্দেহ বা বিরূপ মন্তব্য এড়িয়ে চলুন। দীর্ঘ ভ্রমণ আজ এড়িয়ে গেলে মঙ্গল।

সতর্ক থাকুন: ধার-দেনা, পারিবারিক বিতর্ক, ভ্রমণ পরিকল্পনা থেকে বিরত থাকুন।

 

কন্যা: কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। বড় কেনাকাটা বা নতুন কাজের সূচনা আজ ফলপ্রসূ নাও হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষত হার্টে আকস্মিক অসুস্থতা দেখা দিতে পারে।

সতর্ক থাকুন: অতিরিক্ত ব্যয়, নতুন চুক্তি, শারীরিক অবহেলা আজ না করাই ভাল।

 

বৃশ্চিক: চন্দ্রের অবস্থানের ফলে আজ মানসিক অস্থিরতা বাড়বে। ঘনিষ্ঠ কারও সঙ্গে সম্পর্কের টানাপড়েন হতে পারে। প্রেম জীবনে হতাশা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়াই আজ বুদ্ধিমানের কাজ।

সতর্ক থাকুন: ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস করবেন না, আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না, প্রেমিক বা প্রেমিকার প্রতি সন্দেহ করবেন না।

 

কুম্ভ: ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আজ অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে। বিদেশ সংক্রান্ত নথি বা যোগাযোগে সমস্যা আসবে। বন্ধুর ওপর ভরসা করে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখলে হতাশ হতে হবে।

সতর্ক থাকুন: অচেনা মানুষের ওপর আস্থা রাখবেন না। নতুন পার্টনারশিপ, দীর্ঘ ভ্রমণ পরিকল্পনা থেকে বিরত থাকুন।

যাঁদের রাশি আজ প্রতিকূল অবস্থার তালিকায়, তাঁরা দিনের শুরুতে ধ্যান বা প্রার্থনা করলে মানসিক স্থিরতা বজায় থাকবে। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবেন না। মনে রাখবেন, আজ ধৈর্যই আপনার সবচেয়ে বড় রক্ষাকবচ হয়ে উঠতে পারে।