সামনেই বিয়ে? হাতে আর মাত্র কটা দিন? এদিকে অফিসের কাজের চাপ, শেষ মুহূর্তের প্রস্তুতির ঠেলায় নিজের একেবারেই যত্ন নেওয়া হয়নি? চোখে মুখে ক্লান্তির ছাপ। ডার্ক সার্কেল চোখ রাঙাচ্ছে, ত্বকও নির্জীব দেখাচ্ছে? আর এসব ঝামেলা তাড়িয়ে ডি ডে-তে ঝলমলে, দাগছোপহীন, উজ্জ্বল ত্বক পেতে শেষ মুহূর্তে মুখের উপর রীতিমত অত্যাচার চালাচ্ছেন যত্নের নামে? তাহলেই কিন্তু সাধু সাবধান! তাড়াহুড়ো করে সবসময় কিন্তু ফল পাওয়া যায় না, বরং হিতে বিপরীত হতে পারে! তাই বিয়ে দরজায় কড়া নাড়লে এই ১০ ভুল এড়িয়ে চলুন।
বিয়ের আগে কোন ১০ ভুল রূপচর্চা একদম নয়?
নতুন প্রোডাক্ট: বিয়ের আগে নতুন ধরনের প্রোডাক্ট যা আগে ব্যবহার করেননি সেটা ভুলেও ব্যবহার করতে যাবেন না। আপনি জানেন না যে সেটা আদৌ কাজ করবে বা আপনার ত্বকে সুট করবে কিনা। তাই সহজ, চেনা প্রোডাক্ট দিয়েই রূপচর্চা করুন।
ফেসিয়াল: কাল বিয়ে, আর আজ ফেসিয়াল, এমন সময় ফেসিয়াল না করানোই ভাল। যদিও অনেকেরই ধারণা বিয়ের দিন উজ্জ্বল দেখানোর জন্য বিয়ের দু'দিন আগে ফেসিয়াল করানোই বুঝি ভাল। কিন্তু না। সেটা ভুল। ফেসিয়াল করালে অনেক সময় প্রদাহ হতে পারে, চুলকানি বা অন্য সমস্যা যেমন র্যাশ ইত্যাদি বেরোতে পারে। তাই বিয়ের অন্তত এক, দুই সপ্তাহ আগে ফেসিয়াল করানো উচিত।
এক্সফোলিয়েশন: অতিরিক্ত ঘষাঘষি করে, মৃত কোষ তাড়ালেই ত্বক উজ্জ্বল হবে, এই ভাবনা কিন্তু ভুল। বরং বেশি এক্সফোলিয়েশনের কারণে প্যাচি বা লাল লাল ছোপ ফেলে দিতে পারে ত্বকে।
কম ঘুম: বিয়ের আগে যতই কাজ, চাপ, চিন্তা, টেনশন থাকুক না কেন, কম ঘুমানো যাবেই না। সেই ক্লান্তির ছাপ কিন্তু তাহলে ত্বকের উপর পড়বেই। যথাযথ রেস্ট প্রয়োজন।
সানস্ক্রিন: অনেকেই ভাবেন ঘরে আছি যখন তাহলে সানস্ক্রিনের কী প্রয়োজন। এটা কিন্তু মস্ত ভুল। ঘরে থাকলেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। ছবি তোলা, রান্নার ধোঁয়া, নিয়ম আচারের সময় হোম যজ্ঞের তাপ, ইত্যাদির কারণেও কিন্তু ত্বক কালচে করতে পারে।
জল খাওয়া: কম জল খেলে নির্জীব দেখাতে পারে ত্বক। মেকআপ করেও কিন্তু তখন ম্যানেজ দেওয়া যাবে না। তাই চা, কফি, অন্যান্য পানীয়ের বদলে বেশি পরিমাণে জল খান বিয়ের আগে। এটা ভিতর দিয়ে আপনাকে আর্দ্র রাখবে।
ব্রণ: ব্রণ হতেই পারে বিয়ের আগে। কিন্তু সেটাকে খোটাখুঁটি করবেন না। ত্বকে একবার দাগ হলে কিন্তু। সহজে মেলাবে না, মেকআপেও সবসময় সেটা ঢাকা যায় না।
রূপচর্চা: অনেক রকম ভিডিও দেখে বিয়ের আগে দুমদাম টুথপেস্ট, বেকিং সোডা, হলুদ, ইত্যাদি দিয়ে রূপচর্চা করতে শুরু করবেন না। এতে লাভের লাভ হওয়ার বদলে, ক্ষতি হতে পারে কিন্তু!
আইব্রো এবং ঠোঁট: কেবল ত্বকের যত্ন নিলেন আর ঠোঁটের যত্ন নিতে ভুলে গেলে কিন্তু চলবে না। ফাটা, রুক্ষ ঠোঁট দেখতে কিন্তু খুবই বেমানান লাগবে সাজের সময়। তাই ঠোঁট স্ক্রাবিং করুন, লিপ বাম লাগান। আইব্রো করিয়ে নেওয়াও খুব জরুরি বিয়ের আগে।
শরীরের যত্ন: কেবল মুখ, গলার যত্ন নিলেই হবে না। গোটা শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। তাই প্রতি সপ্তাহে দু'দিন স্ক্রাবিং করুন। নিয়মিত বডি অয়েল বা বডি লোশন ব্যবহার করুন ত্বককে ময়েশ্চরাইজ করতে।
