আজকাল ওয়েবডেস্ক: “সাফল্যের পেছনে ছুটতে গিয়ে অস্থির জীবন কাটানোর চেয়ে শান্ত ও সাদামাটা জীবন অনেক বেশি সুখের।” কথাটি লিখেছিলেন স্বয়ং আলবার্ট আইনস্টাইন।
১৯২২ সাল, আইনস্টাইন তখন টোকিওর ইম্পেরিয়াল হোটেলে। এক হোটেলকর্মী তাঁর ঘরে একটি জিনিস পৌঁছে দিতে এসেছিলেন। কিন্তু তাঁকে বকশিস দেওয়ার মতো নগদ টাকা ছিল না বিজ্ঞানীর কাছে। তখন তিনি হোটেলের একটি কাগজ নিয়ে পেন দিয়ে জার্মান ভাষায় এই কথাগুলি লিখে দেন।
চিরকুটটি ওই হোটেলকর্মীর হাতে দিয়ে আইনস্টাইন বলেছিলেন, “যদি ভাগ্য ভাল থাকে, একদিন এই লেখার বিরাট দাম পাবে।” তাঁর কথা যে কতটা সত্যি, তার প্রমাণ মিলল প্রায় এক শতাব্দী পর। একটি নিলামে চিরকুটটি বিক্রি হল ১৫.৬ লক্ষ ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকারও বেশি।
ওই হোটেলকর্মী আজীবন পরম যত্নে আইনস্টাইনের সেই উপহার আগলে রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সেটি নিলামে তোলেন। সঙ্গে ছিল আইনস্টাইনের লেখা আরও একটি চিরকুট, যাতে লেখা ছিল “ইচ্ছে থাকলে উপায় হয়।” দু'টি লেখাই ছিল জার্মান ভাষায় আইনস্টাইনের নিজের হাতে লেখা। লেখা দু’টির সঙ্গে বিজ্ঞানের কোনও সম্পর্ক নেই। কিন্তু সেগুলি আইনস্টাইনের গভীর জীবনবোধের সাক্ষ্য।
