আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনে অল্প বয়স থেকেই গ্রাস করছে মানসিক চাপ, উদ্বেগ। শারীরিক সমস্যার সঙ্গেই বিঘ্নিত হচ্ছে মানসিক শান্তি। যার জন্য অন্যকে দোষারোপ করা স্বাভাবিক। কিন্তু কখনও খেয়াল করেছেন, আপনি কি নিজেই নিজের শত্রু হয়ে উঠছেন? নিজের কিছু পদক্ষেপই অশান্তির কারণ হয়ে উঠছে? এককথায় নিজের জন্যই আপনার জীবন ক্রমশ বিভীষিকা হয়ে উঠছে! কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন। 

১.বর্তমানে সর্বত্র প্রতিযোগিতা। ইঁদুরদৌড়ে অংশ নিয়েছেন কম-বেশি সকলেই। এদিকে সেরা হওয়ার নেশাই যে মানসিক শান্তির বারোটা বাজাচ্ছে। তাই দ্রুত এই অভ্যাস বদল করুন। বাস্তবকে মানতে শিখুন। নিজেকে বোঝান যে আপনি সবকিছুতে প্রথম নাও হতে পারেন। 

২. আজকাল সমাজ মাধ্যমের যুগে আমজনতা থেকে তারকা, সকলেই যেন দেখনদারিতে বিশ্বাসী হয়ে উঠছেন! আর এই প্রবণতাই বিষিয়ে দিচ্ছি জীবন। আসলে অতিরিক্ত উচ্চাশা যেমন একাধারে মানসিক শান্তি নষ্ট করছে, তেমনই বাস্তবের মাটিতে পা রাখতে ভুলে যাচ্ছেন। 

৩. অনেকের জীবনেই প্রাক্তন থাকেন। সম্পর্কে তিক্ততাও নতুন কিছু নয়। কিন্তু অতীতকে না ভুলতে পারলে যে জীবনে সামনের দিকে এগোতে পারবেন না। তাই পুরনো অভিজ্ঞতা যতই তিক্ত হোক, সেখান থেকে বেরনোর চেষ্টা করুন। 

৪. নিজের ভুল মানতে শিখুন। অযথা অন্যের ঘাড়ে ভুলের দায় চাপালে বাস্তব বদলায় না। বরং এই অভ্যাসের কারণে আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। সঙ্গে যে কোনও পরিস্থিতি মেনে নিতে শিখুন। 

৫. আপনি কি অন্যের উপর ক্রমশ অতি নির্ভরশীল হয়ে পড়ছেন? এই অভ্যাসও ভবিষ্যতে আপনার বিপদের কারণ হতে উঠতে পারে। নিজেই নিজের কাজ করতে শিখুন। আত্মনির্ভরতা যেমন আত্মবিশ্বাস বাড়ায়, তেমনই যে কোনও কাজ করার ভীতি থাকে না।