আজকাল ওয়েবডেস্ক: হেয়ার এক্সপার্টদের মতে ৮ থেকে ১২ সপ্তাহ অন্তর চুল ট্রিম করে নেওয়া দরকার। ‌ অনেকেই মনে করেন স্প্লিট এন্ড থাকলেই হেয়ার ট্রিম করানো দরকার। এটাই একমাত্র কারণ নয়, যে আপনি হেয়ারকাট করবেন, দাবি এক্সপার্টদের। বিশেষ করে যাদের কোঁকড়ানো 
চুল আছে তাদের ঘনঘন হেয়ারকাট করা দরকার। এতে চুলের কার্ল স্পষ্ট থাকে।
এছাড়াও হেয়ারস্টাইল-এর উপর নির্ভর করছে আপনি কখন হেয়ারকাট করাবেন। আপনার হেয়ারস্টাইল যদি শোল্ডার লেন্থ হয় তবে ৪-৫ সপ্তাহ অন্তর হেয়ারকাট করানো উচিত। বব, পিক্সি এই ধরনের হেয়ার স্টাইলে একটু উনিশ-বিশ হলেই দেখতে খারাপ লাগে। তাই নির্দিষ্ট সময় অন্তর ট্রিমিং মাস্ট।
শুনলে অবিশ্বাস্য হলেও সত্যি। বড় চুল অনেক সময় মাথাব্যথার কারণ হয়। থেরাপিস্টের মতে, চুলের ধরন, ঘনত্বের ওপর কিছুটা নির্ভর করে মাইগ্রেনের ব্যথা।
চুলে বেণী বাঁধার সময় খেয়াল রাখুন। বেণীর শেষের দিকের চুল যদি ক্রমে পাতলা হয়ে যায়, তবে আপনার হেয়ারকাট করার সময় হয়েছে।
চুল আঁচড়াতে যদি সমস্যা হয় তাহলেও হেয়ারকাট করানো প্রয়োজন। ঘনঘন চুলে জট পড়ে যাওয়া, অস্বাস্থ্যকর চুলের লক্ষণ।
স্নান করার কিছুক্ষণের মধ্যেই ভিজে চুলের ডগা শুকিয়ে যাচ্ছে? এতে বুঝতে হবে আপনার চুলের শেষ অংশ ময়েশ্চার ধরে রাখতে পারছে না। তাই আপনার হেয়ারকাট করা দরকার।