আজকাল ওয়েবডেস্ক : বিধানসভায় সাংবাদিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন তার বক্তব্য রাখছিলেন তখন হটাৎ করে তার ফেসবুক লাইভ বিঘ্নিত হয়। পরে অবশ্য তা ঠিক হয়ে যায়। তবে কেন এই ঘটনা ঘটল তা নিয়ে লালবাজারে যান রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। তারা এই বিষয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনা কেন ঘটেছিল তা জানার জন্যেই এই অভিযোগ করা হয়। এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে দায়ের করা হয় অভিযোগ। বিষয়টি তদন্ত করে দেখবে লালবাজার।