আজকাল ওয়েবডেস্ক: ২৭ আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। বাম সংগঠনগুলি সাফ জানিয়েছে, এই অভিযান-সমাবেশের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন অভিযান নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে গেরুয়া শিবির। ওই কর্মসূচিতে গুলি চালানোর, এমনকি খুনের পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। 

 

সমাবেশের ঠিক আগের দিন, কুণাল ঘোষ বলেন, ‘ওরা বলছে বডি চাই।‘ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি।‘ দুটি ভিডিও প্রকাশ্যে  এনেছেন তিনি, সেখানে গভীর পরিকল্পনার কথা বলা হয়েছে। সিপিএম-ফরওয়ার্ড ব্লকের প্রসঙ্গও উঠে এসছে প্রকাশ করা ওই ভিডিওতে, সেখানে শোনা যায় একজন বলছেন, ‘এক সময় সিপিএম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফরোয়ার্ড ব্লকের পাঁচটা বডি পড়েছিল মনে আছে? ‘


 ওই ভিডিওতে শোনা যাচ্ছে, ‘২৭আন্দোলন শান্তিপূর্ণ হবে বলছেন,  তা কি আদৌ শান্তিপূর্ণ হবে? আদৌ শান্তিপূর্ণ হবে না। গুলি চলবে। রাবার বুলেট চলবে।‘  দুটি ভিডিওতেই শোনা গিয়েছে, ২৭ তারিখের আন্দোলনে তীব্র অশান্তি ছড়ানোর ছক কষা হচ্ছে। যদিও ওই ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 
তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ভিডিওর ব্যাক্তির নাম বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা ২ বিজেপির মন্ডল সভাপতি। পরের ভিডিওতে সৌমেন চ্যাটার্জি, বিজেপির রাজ্য সমবায় সমিতির কো কনভেনার এবং খরার মিউনিসিপ্যালিটির বিজেপির একমাত্র কাউন্সিলর বাবলু গাঙ্গুলইকে দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। ভিডিও প্রকাশের পর, তার ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ।