আজকাল ওয়েবডেস্ক: ঢাকুরিয়া থেকে পার্ক সার্কাস, এই অল্প দূরত্বের ট্রেন যাত্রার মাঝেই বিপত্তি। যুবতীর অভিযোগ, ট্রেনে যাতায়াতের সময়ই কয়েকজন মিলে তাঁর ছবি তোলার চেষ্টা করে। যুবতীর সঙ্গী বাধা দিলে, তাঁকে মারধর করা হয়। যুবতীর অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ দায়েরের কথা শুনে, তাঁকেই ঘুরে হুমকি দেওয়া হয়। শিয়ালদা স্টেশনে অভিযুক্ত তিনজনকে আটক করা হলেও, জিআরপি আধিকারিকদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন যুবতী।

ঠিক কী ঘটেছে? ওই যুবতীর কথায়, তিনি ঢাকুরিয়ায় ট্রেনে ওঠেন, পার্ক সার্কাসে ওই একই কামরায় ওঠে কয়েকজন। তারাই যুবতীর ছবি তোলার চেষ্টা করে সকলের সামনে। যুবতী বাধা দেন। অভিযোগ, বাধা দিলে যুবতীর সঙ্গীকে মারধর করে ওই তিন যুবক। পুলিশে অভিযোগ দায়েরের কথা শুনে, ওই তিনজন দেখা নেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে। 

শিয়ালদা স্টেশনে  ট্রেন ঢোকার পর ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি আধিকারিকরা তিনজনকে গ্রেপ্তার করে। তবে জিআরপি আধিকারিকদের বিরুদ্ধে খারাপ ব্যবফারের অভিযোগ তুলেছেন যুবতীর বাবা। জিআরপির তরফে জানানো হয়েছে, তারা অভিযোগ পাওয়ার পরেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।