আজকাল ওয়েবডেস্ক: ব্রিজের শারীরিক পরীক্ষা করবে পূর্ত দপ্তর। তাই বন্ধ রাখা হবে তারাতলা ফ্লাইওভার। কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৩ ডিসেম্বর, শনিবার থেকে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এই ব্রিজ। পুলিশের তরফ থেকে বিকল্প রুটের সন্ধানও দেওয়া হয়েছে। সপ্তাহের শেষ দু’দিনে গাড়ির ততটা চাপ না থাকলেও। পরবর্তী সপ্তাহের প্রথম দু’দিনে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ত দপ্তর তারাতলা ফ্লাইওভারে তিনটি স্প্যানের (উভয় ক্যারেজওয়েতে) লোড টেস্ট পরীক্ষা করবে। শনিবার, ১৩ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রাখা হবে তারাতলা ফ্লাইওভার।
কলকাতা পুলিশের তরফ থেকে যাত্রীদের তারাতলা ক্রসিং এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইওভারগামী যানবাহনগুলিকে তারাতলা ফ্লাইওভার ব্যবহার করতে দেওয়া হবে না। উত্তরমুখী যানবাহনগুলি করুণাময়ী সেতু অথবা ব্রায়ান রায় রোড ব্যবহার করতে পারবে। পশ্চিমমুখী যানবাহনগুলি উত্তরমুখী যানবাহনগুলির জন্য ব্যবহৃত করুণাময়ী সেতু অথবা হাইড রোড অথবা নলিনী ব্যবহার করতে পারবে। দক্ষিণমুখী যানবাহনগুলি তাদের যাতায়াতের জন্য দুর্গাপুর সেতু অথবা হাইড রোড অথবা নলিনী ব্যবহার করতে পারবে। রঞ্জন অ্যাভিনিউ অথবা করুণাময়ী সেতু ব্যবহার করতে পারবে।
অন্যদিকে, আট ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর মেরামত এবং সংস্কারের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপনের কাজ চালানোর হবে ওই দিন। রবিবার সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষের উদ্যোগে ব্রিজ মেরামতের কাজ পরিচালিত হবে।
সেতু আট ঘণ্টা বন্ধ থাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যেতে পারে। সে কারণে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
