আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল অর্থাৎ বুধবারই এসএসকেএম হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার হবে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। ১০ দিন আগে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে ফের তীব্র শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের। এরপর একাধিক টেস্টের পর ধরা পড়ে নিউমোনিয়া। জ্বরে কাঁপতে থাকেন তিনি। এই কাঁপুনির জেরেই কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। বুধবার অস্ত্রোপচার হতে পারে কামারহাটির বিধায়কের।