আজকাল ওয়েবডেস্ক: আচমকা গুরুতর অসুস্থ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। বর্তমানে অতি সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। চলছে বাইপ্যাপ। শারীরিক অবস্থার অবনতি ঘটছে। 

 

সূত্রের খবর, শনিবার রাতে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দেবাশিস সোম। রক্তে শর্করার মাত্রা আচমকা অনেকটা বেড়ে যাওয়ায় তড়িঘড়ি করে ভর্তি করা হয় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় চিকিৎসকের কিডনিতে প্রভাব পড়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে। বাইপ্যাপ চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তাঁর বিপি, পালস কিছুই পাওয়া যাচ্ছে না বলেই জানা গিয়েছে। 

 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের তদন্তে গত রবিবার কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে আচমকা হানা দেয় সিবিআই। দীর্ঘক্ষণ চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এরপর সোমবার নিজাম প্যালেসেও হাজিরা দেন তিনি। এই জিজ্ঞাসাবাদের পরেই অসুস্থ হয়ে পড়েন আরজি করের চিকিৎসক।