আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি অর্থাৎ সোমবার কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে পরিষেবা কমানো হচ্ছে। রবিবার কলকাতা মেট্রো রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইনে মোট ১৮২টি এবং ইয়েলো লাইনে মোট ৯২টি ট্রেন চালানো হবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসে ব্লু লাইনে মোট ১৮২টি পরিষেবা চলবে, যার মধ্যে ৯১টি আপ ও ৯১টি ডাউন ট্রেন থাকবে।

বছরের অন্যান্য সময়ে যেখানে ব্লু লাইনে ২৭২টি পরিষেবা চালানো হয়, সেখানে এই দিন পরিষেবার সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে ৪টি অতিরিক্ত আপ পরিষেবাও চালানো হবে।

ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ছাড়বে। একই সময়ে সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো চলবে।

শেষ মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে, যা স্বাভাবিক দিনের তুলনায় দু’মিনিট আগে। এছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন ট্রেন থাকবে। সাধারণ দিনে যেখানে এই লাইনে ১২০টি পরিষেবা চলে, সেখানে সোমবার পরিষেবার সংখ্যা কমানো হয়েছে।

ইয়েলো লাইনে প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশে এবং সকাল ৭টা ৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে ছাড়বে।

শেষ মেট্রো পরিষেবা নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশে ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

মেট্রো রেল সূত্রে আরও জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা জারি থাকবে। যাত্রীদের যাত্রাপথ পরিকল্পনার ক্ষেত্রে পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।