আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সন্ধেয় হঠাৎই কলকাতায় বৃষ্টি। কলকাতায় এদিন সন্ধ্যায় হঠাৎই বৃষ্টি নামে। আবহাওয়া দপ্তরের তরফে এদিন আগেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। সল্টলেক চত্বর, হাজরা, দেশপ্রিয় পার্ক প্রায় গোটা কলকাতা জুড়েই বৃষ্টি নামে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও। তবে খুব বেশী বৃষ্টি দেখা যায়নি। গোটা কলকাতা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ। এদিন বৃষ্টি দেখে সমর্থকদের মনে দেখা দিয়েছে আশঙ্কা। শনিবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। তবে, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবারের আকাশ পরিষ্কারই থাকবে।