আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রেড রোডে পুজো কার্নিভাল। এবারের কার্নিভালে অংশ নিচ্ছে প্রায় ১০০টি পুজো। মেগা কার্নিভালের আগে প্রস্তুতি তুঙ্গে রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পায়ের চোটের কারণে এবার দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সেরেছিলেন। তবে কার্নিভালের দিন তাঁর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দেখা গেল বিশেষ প্রস্তুতি।

মুখ্যমন্ত্রী যে স্টেজে বসবেন তার পাশেই করা হয়েছে ঢালাই প্ল্যাটফর্ম। অন্য বছর এই প্লাটফর্মের পরিবর্তে থাকে সিঁড়ি। তবে হুইল চেয়ার সিঁড়ি দিয়ে ওঠানো যাবে না বলে এবারে এই ঢালাই প্লাটফর্ম বানানো হয়েছে। এবারের কার্নিভালে ব্যবস্থা করা হয়েছে মোট ১৮ হাজার আসনের। প্রত্যেক পুজো কমিটি প্রদর্শনীর জন্য সময় পাবেন দু’মিনিট।