আজকাল ওয়েবডেস্ক : শহরে ফের আক্রান্ত পুলিশ। বাঁশদ্রোণীতে পুলিশকর্মীর ওপর ধারালো অস্ত্রের কোপ। ইতিমধ্যে রুদ্র দেব ভট্টাচার্য নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সকালে এক বৃদ্ধা ১০০ ডায়ালে ফোন করে তিনি জানান তার ছেলে তাকে মারধর করেছে। এই খবর পেয়ে লালবাজারের তরফ থেকে বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে বলা হয়। সেখানে গেলে ওই বৃদ্ধার ছেলে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ।
এই মুহূর্তে ওই আহত পুলিশকর্মীর এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। কেন এই ধরণের একটি চেষ্টা করা হল সেই বিষয়টি তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। তবে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন ওই যুবকের মানসিক ভারসাম্য ঠিক নয়। এর আগেও সে এই ধরণের ঘটনা ঘটিয়েছে।
