আজকাল ওয়েবডেস্ক: মহাষষ্ঠীর সকাল থেকেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। ঢাকের বোলে, গানের সুরে মাতোয়ারা। সেই আনন্দে নতুন জোয়ার আনল দশভুজা সম্মান ২০২৩॥ উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, 'এবছর থেকে শুরু হল দশভুজা সম্মান। প্রতি বছর দুর্গাপুজোর ষষ্ঠীতে হবে নারীশক্তির উদযাপন।' দশভুজা সম্মানের প্রথম প্রাপক পারুল রায়চৌধুরী। বড় পুত্রবধূ মানসী রায়চৌধুরী চমৎকারভাবে বললেন,  'পারুল রায়চৌধুরী শুধু পাঁচজনের মা নন, তিনি টেকনো ইন্ডিয়া পরিবারের মা।' টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর দুই কর্নধার গৌতম রায়চৌধুরী ও সত্যম রায়চৌধুরীর মা যে তাঁদের সবচেয়ে বড় ম্যানেজমেন্ট শিক্ষক, সেকথা বললেন কনিষ্ঠ পুত্র সত্যম রায়চৌধুরী। ' মা যেভাবে সংসার থেকে সংস্থা সব ম্যানেজ করেন, সেখান থেকেই শিখেছি।' কনিষ্ঠ পুত্রবধূ মৌ রায়চৌধুরী স্মৃতিমেদুর হয়ে পড়লেন। বললেন কিশোরীবেলা থেকে কত কিছু শিখেছেন এই মায়ের কাছ থেকে। এদিন এই অসামান্য মুহূর্তে অশীতিপর পারুল রায়চৌধুরীকে ঘিরে ছিলেন তাঁর প্রিয়জনেরা। সন্তানেরা, নাতি, আত্মীয়স্বজনেরা তো ছিলেনই, বৃহত্তর টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কর্মীরা এবং বহু গুণীজনও এসেছিলেন। পারুল রায়চৌধুরী, টেকনোর প্রিয় মাসীমা পুরস্কার নিয়ে আবেগতাড়িত গলায় বললেন, 'প্রতি বছর এরকম সবাই মিলিত হয়ে আনন্দ করবেন। সবার পুজো ভাল কাটুক।'