আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। কর্মক্ষেত্র নিজেদের সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
তার মাঝেই খাস কলকাতায় বেসরকারি হাসপাতালে হুমকির অভিযোগ উঠল আইসিইউতে কর্তব্যরত চিকিৎসককে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকা আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর হুমকি দেওয়া হয়।
জানানো হয়েছে, ওই ব্যক্তি রোগীর আত্মীয়। এখনও ওই অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। হাসপাতালেও অভিযোগ জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। দাবি অভিযুক্তকে গ্রেপ্তারি। এই মুহূর্তে হাসপাতালে আর নতুন কোনও রোগী ভর্তি হচ্ছে না বলেও জানা গিয়ছে।
অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল শহর। জুনিয়র চিকিৎসকরা নিজেদের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন। ইতিমধ্যে সরকারের তরফ থেকে দু' বার তাঁদের সঙ্গে আলোচনার কথা বলা হলেও, সমাধান হয়নি। চিকিৎসকদের পক্ষও থেকে হসর্ত দেওয়া হয়েছে শেষ ইমেলের উত্তরে।
