আজকাল ওয়েবডেস্ক: সকালে নিয়ম করে হাঁটতে যেতেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শরীরচর্চার পাশাপাশি সেখানেই একদিন দেখা হয়েছিল বিজেপির মহিলা নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম, আর অবশেষে বিয়ে—সবটাই শুরু হয়েছিল নিউ টাউনের ইকো পার্কে সেই মর্নিং ওয়াক থেকেই।
এই রোমাঞ্চকর অধ্যায়ের সূতিকাগার যে পার্ক, সেই নিকো পার্কেই হাঁটতে গেলে খসাতে হয় খানিকটা পকেট। সম্প্রতি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মর্নিং ওয়াকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৭৫০ টাকা। সঙ্গে এককালীন রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা।
সকাল ছ’টা থেকে আটটা (এপ্রিল থেকে অক্টোবর) এবং সাড়ে ছ’টা থেকে সাড়ে আটটা (নভেম্বর থেকে মার্চ)—এই সময়ের মধ্যেই মিলবে প্রবেশাধিকার। শহরের যেকোনও গেট দিয়েই প্রবেশ করা যাবে।
তবে নিয়মিত হাঁটতে যাওয়া প্রবীণ নাগরিকদের বক্তব্য অন্তত প্রবীণদের মর্নিং ওয়াকের ক্ষেত্রে এই 'ফি' না ধার্য করলেও পারে কর্তৃপক্ষ।
অন্যদিকে পার্ক কর্তৃপক্ষের দাবি, “পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার খরচ যোগাতেই এই সামান্য ফি।”
তবে দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদার কী বলছেন এই বিষয়ে, সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁদের প্রেমের সাক্ষী যে পার্ক, সেখানে হাঁটার খরচ নিয়ে কৌতূহলী রাজনীতির ভক্তদের অনেকে বলছেন, “বিয়ের আগে হাঁটতে গিয়ে প্রেম হয়েছিল, এখন তো দাম্পত্যজীবনও শুরু—ফি দিতে ক্ষতি কী!”
জীবন যেমন, রাজনীতি তেমন। আর হাঁটা তো চলবেই।
