আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। সিপিএম নেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার এই খবর পেতেই তিনি ছুটে যান বুদ্ধদেবের বাড়িতে। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। তারপর জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি ও এবং সরকার পোষিত দপ্তরে পূর্ণদিবস ছুটি থাকবে। মমতা জানান, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গান স্যালুট।
জানা গেছে বুদ্ধদেবের দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। তবে মমতা জানান, রবীন্দ্রসদনেও দেহ রাখতে পারেন। যদি পরিবারের সদস্যরা চান। মমতার কথায়, রবীন্দ্রসদনে রাখলে অনেক মানুষ বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তবে এখনও অবধি যা জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনে। সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে। শেষ শ্রদ্ধা জানানোর পর বিকেল চারটেয় শেষ যাত্রা। সন্ধে ৬টায় দেহদান করা হবে এনআরএসে।
জানা গেছে বুদ্ধদেবের দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। তবে মমতা জানান, রবীন্দ্রসদনেও দেহ রাখতে পারেন। যদি পরিবারের সদস্যরা চান। মমতার কথায়, রবীন্দ্রসদনে রাখলে অনেক মানুষ বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তবে এখনও অবধি যা জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনে। সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে। শেষ শ্রদ্ধা জানানোর পর বিকেল চারটেয় শেষ যাত্রা। সন্ধে ৬টায় দেহদান করা হবে এনআরএসে।
