আজকাল ওয়েবডেস্ক:‌ চিৎপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ দুলারা (‌২৯)‌। কাশীপুরের বাসিন্দা দুলারাকে শুক্রবার কেএল দাস রোডে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্রের দাগ ছিল তাঁর শরীরে। তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কী কারণে যুবকের উপর হামলা হল তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য পুলিশ কিয়স্কের সামনেই যুবককে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবকের মধ্যে বচসা চলছিল। তখনই এক যুবক ছুরি চালাতে শুরু করে শেখ দুলারার উপর। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান দুলারা। মারা যান হাসপাতালে।