আজকাল ওয়েবডেস্ক:  মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক ও অস্তিত্ব সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ মার্লিন গ্রুপের। শহরের প্রকৃতিকে ক্যামেরায় বন্দি করার নেচার ফোটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিল এই সংস্থা। প্রতিযোগিতার নাম 'মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪'। পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এই প্রতিযোগিতার। 

রবিবার এই ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং কর্মশালার আয়োজন করা হয়েছিল।  উপস্থিত ছিলেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা, ফটোগ্রাফার, লেখক সন্দীপন মুখার্জী এবং ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমির প্রতিষ্ঠাতা ও মেন্টর সায়ন চৌধুরী। এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসাবেও ছিল ইন্ডিয়ান ফটোগ্রাফিক অ্যাকাডেমি। 

প্রতিযোগিতায় দেখা মিলেছে পার্পল সানবার্ড, পার্পল-রাম্পড সানবার্ড, রেড-উইস্কার্ড বুলবুল, ক্রেস্টেড সারপেন্ট ঈগল, রেড-ওয়াটলড ল্যাপউইং, গ্রে-হেডেড ল্যাপউইং, লেসার ফ্লেমব্যাক উডপেকার, এবং গ্রিন বিই-ইটার , স্পটেড ডোভ, এবং ব্ল্যাক ড্রংগোদের।  ছবির মাধ্যমে চিত্রগ্রাহকরা দেখিয়েছেন বিভিন্ন প্রজাতির প্রজাপতি।

২০২৪ সালে এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৫০-এর বেশি ফটোগ্রাফার। পরবর্তীতে অ্যাক্রোপলিস মলে চিত্র প্রদর্শনী করা হবে বলে জানিয়েছেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা।