আজকাল ওয়েবডেস্ক: শহরে আবারও অগ্নিকাণ্ড। নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন স্কুটি চার্জিং পয়েন্টে আগুন। পিন দিয়ে ঘেরা জায়গায় ইলেকট্রিক কুটি চার্জিং পয়েন্টে হঠাৎই দাউ দাউ করে আগুন ধরে ওঠে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে দমকলে। জায়গাটি সেন্ট্রাল মলের নিকটবর্তী হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।