আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক মহলে বড় রদবদল। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। তিনি বিপি গোপালিকার জায়গায় দায়িত্ব নিলেন। শনিবার নবান্নের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছে।
গত ৩১ মে মুখ্যসচিব পদে বিপি গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল। তাঁর তিন মাসের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে আবেদন করেছিল নবান্ন। সেবার কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়। কিন্তু গোপালিকার দ্বিতীয়বার মেয়াদবৃদ্ধিতে অনুমোদন দিল না কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার শনিবার পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করেছিল। কিন্তু দিনের শেষে মনোজ পন্থকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নেয় রাজ্য সরকার।
শুক্রবার প্রশাসনিক স্তরে কয়েকটি রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী। অর্থসচিব পদ থেকে সরিয়ে মনোজ পন্থকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেচ এবং জলসম্পদের অতিরিক্ত সচিব করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই আরও বড় দায়িত্বে আনা হল মনোজকে।
