আজকাল ওয়েবডেস্ক: বাসের বিবাদ গড়াল ভাঙচুরে। খাস কলকাতায় পুলিশের কিয়স্কে ভাঙচুর করা হল। ঘটনাস্থল শিয়ালদহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসে দুই যাত্রীর মধ্যে বিবাদ হয়। এক মহিলা বাসে থাকা এক যুবকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে পুলিশকে জানান। তারপরেই পুলিশ ওই যুবককে  শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসায়।

বিপত্তি বাড়ে তারপর। যেখানে ওই যুবককে বসিয়ে রাখা হয়েছিল, সেখানেই আচমকা যুবকের এক পরিচিত এসে ভাঙচুর চালায় পুলিশ কিয়স্কে। অভিযোগ, বাঁশ দিয়ে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। পুলিশের চোখের সামনেই এই ঘটনা ঘটে।

ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পুলিশ ঝামেলা থামানোর চেষ্টা করলেও, অভিযুক্তকে থামাতে পারেনি। কিয়স্কের জানালা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। সরকারি সম্পত্তি ক্ষতি করার অভিযোগে বিশ্বকর্মা শাউ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।