আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে খাস কলকাতার ব্যস্ত রাস্তায় উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ। যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বালিগঞ্জ সার্কুলার রোডে। রাস্তার উপর উল্টে পড়েছিল দেহটি। রাস্তার উপর রক্ত দেখেই পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম, ভবিষ্য বলানি। সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। বুধবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডের এক আবাসনের সামনে লুটিয়ে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ। যুবক ওই আবাসনের বাসিন্দা ছিলেন। আজ সকালে স্থানীয়রা আচমকা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই ওই রাস্তায় যুবকের রক্তাক্ত দেহটি নজরে পড়ে সকলের। 

 

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আবাসনেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। যুবকের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদের জেরে যুবক আজ সকালে আত্মঘাতী হয়েছেন। আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

 

দিন কয়েক আগেই রুবি মোড়ের কাছে, কসবার রাস্তার ধার থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। পাশেই পড়েছিল স্কুটার। এক্ষেত্রে দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছিল বলে অনুমান ছিল পুলিশের। কিছুদিনের মধ্যেই আবারও বালিগঞ্জে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।