আজকাল ওয়েবডেস্ক: প্রতিনিধি সংখ্যা নিয়ে নিজেদের দাবিতেই অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার নবান্নে আলোচনায় যাওয়ার আগে তাঁরা জানালেন, ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা আলোচনার জন্য যাবেন। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়ে তাঁদের এই দাবির কথা তাঁরা জানিয়েছেন। বিকেল ৩টে ৫৩ মিনিট নাগাদ তাঁরা মুখ্যসচিবকে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান। 

কর্মবিরতি তুলে কাজে ফেরার জন্য আলোচনায় বসতে চেয়ে এদিন মুখ্যসচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে জুনিয়র ডাক্তারদের নবান্নে আসার অনুরোধ জানিয়ে মুখ্যসচিব জানান, জুনিয়র ডাক্তাররা তাঁদের ১৫ জন প্রতিনিধি নিয়ে আলোচনায় বসুন। যদিও এর আগেই জুনিয়র ডাক্তারদের দাবি ছিল রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় তাঁদের মোট ৩০ জন প্রতিনিধি থাকবেন। কিন্তু মুখ্যসচিবের চিঠিতে স্পষ্ট হয় তাঁরা ১৫ জনের বেশি প্রতিনিধি 'অ্যালাউ' করতে রাজি নয়। 

একইসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতির যে দাবি জুনিয়র ডাক্তাররা করে আসছিলেন সেই বিষয়েও মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে নবান্নে সাক্ষাত করবেন‌। 

কিন্তু রাজ্য সরকারের প্রস্তাবিত ১৫ জনের সংখ্যার সঙ্গে রাজি না হয়ে এদিন বিকেলে নবান্নে রওনা হওয়ার আগে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন, তাঁরা ৩০ জন নিয়েই যাচ্ছেন। এর পাশাপাশি বৈঠকের যে সরাসরি সম্প্রচারের দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন সেই বিষয়ে মুখ্যসচিব তাঁর চিঠিতে জানিয়েছেন সরাসরি সম্প্রচার নয়, আলোচনার রেকর্ডিং করা যেতে পারে। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানান, সরাসরি সম্প্রচারের দাবিতেই তাঁরা অনড় আছেন। 

আলোচনার বিষয়বস্তু যে তাঁদের  পাঁচ দফা দাবির (ফাইভ পয়েন্ট ডিমান্ডস) ওপরেই করতে হবে সেই বিষয়েও মুখ্যসচিবকে তাঁরা জানান। জুনিয়র ডাক্তাররা বলেন, 'মুখ্যসচিবের পক্ষ থেকে যে আলোচনার বার্তা দেওয়া হয়েছে তা আমরা সদর্থক বলেই মনে করি। আমরাও কাজে যোগ দিতে চাই।'